Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  করোনাকালে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর কোরবানির ঈদের পর থেকে পুরোদমেই কাজ শুরু করেছেন সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা। এরই মধ্যে সীমিত পরিসরে আয়োজিত কয়েকটি স্টেজ শোতেও অংশ নিয়েছেন।

সম্প্রতি শুটিং করেছেন ‘এই ঘন কুয়াশায়’ শিরোনামে তার গাওয়া একটি গানের ভিডিওর। গানটি লিখেছেন জামাল হোসেন এবং সুর-সঙ্গীত করেছেন হাসিন রওশন। সিলেটের রাতারগুলে ভিডিওটির শুটিং হয়েছে। গানটি প্রসঙ্গে কনা বলেন, ‘এটি আমার অনেক পছন্দের একটি গান। কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

গানটি করার পর থেকে মাঝে মাঝেই গুনগুনিয়ে গাই। এর আগে সিলেটে গেলেও এবারই প্রথম আমি রাতারগুল গিয়েছি। জায়গা ভীষণ সুন্দর। অনেক যত্ন নিয়েই মিউজিক ভিডিওর শুটিং করেছি আমরা। আশা করি ভালো কিছু হবে।’ গানের ভিডিওচিত্রটি শিগগিরই রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানা গেছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ নভেম্বের ২০২০/এমএম

 


Array