Menu

পেশাদারিত্ব নিয়েই মিডিয়াতে টিকে থাকতে হবে

নঈম নিজাম :: পেশাদারিত্ব নিয়েই গণমাধ্যমকে টিকিয়ে রাখতে হবে বলে মনে করেন সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। দোষোরোপ না করে বাস্তবতা অনুধাবন করে গণমাধ্যমকর্মীদের আত্মজিজ্ঞাসার সময় এসেছে বলেও মনে করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা লিখেন। নিচে তার ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো-

‘মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে সংবাদপত্র ও টিভি থেকে, কিন্তু কেন? সময় এসেছে মিডিয়াকর্মীদের আত্মজিজ্ঞাসার। শুধুমাত্র সামাজিক গণমাধ্যমকে গড়ে দোষারোপ না করে আসুন সবাই মিলে বাস্তবতাকে অনুধাবন করি।’

‘সকল প্রশ্নের উত্তর খুঁজে নিজের ওপর অর্পিত দায়িত্ব সবার আগে সম্পন্ন করি। কাজ না করে হা-হুতাস করে, অপরের উপর দোষ চাপিয়ে লাভ হবে না। বিশ্ব বাস্তবতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই এগিয়ে যেতে হবে। সময় এখনো ফুরিয়ে যায়নি। পেশাদারিত্ব নিয়েই টিকে থাকতে হবে মিডিয়াতে।’

লেখক: সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন

বাংলানিউজসিএ/ঢাকা/১০ মে ২০১৯/ইএন


Array

এই বিভাগের আরও সংবাদ