Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও নতুন পর্ব নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। এবারের পর্ব ধারণ করা হয়েছে পদ্মাপলি বিধৌত, বরেন্দ্রভূমি ও ইতিহাসখ্যাত, পরিচ্ছন্ন নগরী রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে।

১৪ অক্টোবর বাংলাদেশ পুলিশ একাডেমির অভ্যন্তরে গ্রিক-রোমান স্থাপত্যশৈলীতে নির্মিত ২৫০ বছরের প্রাচীন নিদর্শন ছোটকুঠির সামনে ধারণ করা হয় এবারের অনুষ্ঠান। ইত্যাদি ধারণের সময় অনেক দর্শকের সমাগম ঘটলেও এবারের চিত্র ছিল ভিন্ন।

করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিতসংখ্যক দর্শকই এবারের অনুষ্ঠানটির ধারণের সময় উপস্থিত থাকতে পেরেছেন বলে জানিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, শিল্পী, কলাকুশলী ও আমন্ত্রিত দর্শকসহ সবার স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে পুরো অনুষ্ঠানস্থল জীবাণুমুক্ত করা হয়। অত্যাবশ্যকীয়ভাবে নিশ্চিত করা হয় সব দর্শকের মাস্ক ব্যবহার। আমন্ত্রিত দর্শক একে অপরের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রেখে বসেছেন।

অনুষ্ঠানের এবারের পর্বে রাজশাহী ও বাংলাদেশ পুলিশ একাডেমির ইতিহাস, ঐতিহ্য, পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর দুটি তথ্যভিত্তিক প্রতিবেদন তুলে ধরা হয়েছে। আরও রয়েছে রাজশাহীর সীমান্তঘেঁষা বাংলাদেশের ছোট্ট গ্রাম চরখিদিরপুরের ভাঙনকবলিত মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে একটি মানবিক প্রতিবেদন। গত দুই যুগে বাংলাদেশ থেকে বিলুপ্তির পথে থাকা শকুন এবং এর সংরক্ষণে কাজ করা একদল স্বেচ্ছাসেবকের ওপর অনুসন্ধানী প্রতিবেদন।

বগুড়ার জাহিদুল ইসলামের স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণের ওপর উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। আশ্রয়হীন শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের আশ্রয় দিতে গিয়ে নিজেরাই আশ্রয়হীন হয়ে পড়া মহৎ দম্পতি ডা. শামসুদ্দিন ও মেহেরুন্নেসার প্রতিষ্ঠিত রাজশাহী বাঘা উপজেলায় অবস্থিত একটি শিশু সদনের ওপর প্রতিবেদন। বিদেশি পর্বে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্বতময়, দ্বীপময় প্রত্নতাত্ত্বিক দেশ গ্রিসের রাজধানী অ্যাথেন্স এবং গ্রিসের ইভজোন্স নামক সেনাদলের একটি সচিত্র প্রতিবেদন।

অনুষ্ঠানে একটি গান রয়েছে। রাজশাহী ও বাংলাদেশ পুলিশ একাডেমিকে নিয়ে রচিত গানে কণ্ঠ দিয়েছেন কমল, রিয়াদ ও তানজিনা রুমা। এ গানের সঙ্গে নেচেছেন পুলিশ একাডেমিরই প্রশিক্ষণরত দেড় শতাধিক পুলিশ সদস্য। গানের কথা লিখেছেন গীতিকবি মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী।

বরাবরের মতো দর্শকপর্বসহ নিয়মিত সেগমেন্টও সাজানো হয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে, বেশকিছু সরস অথচ তীক্ষ নাট্যাংশ নিয়ে। এগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তির যুক্তিহীন ব্যবহার ও এর কুফল, স্বভাবে মানসিক চাপের প্রভাব, টকশোর টকার নিয়ে টনক নড়া, আনফেয়ার দেয়া-নেয়ার ব্যাপারেও এখন এক্সট্রা কেয়ার, সংস্কৃতির বিকৃতি ও একজন সচেতন ডিরেক্টর, কমিটি নিয়ে কোলাহল প্রভৃতি।

বরাবরের মতো ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি ২৯ অক্টোবর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৭ অক্টোবর ২০২০/এমএম


Array