প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের আজ শুভ জন্মদিন।তিনি শুধু সংগীতশিল্পী ও অভিনেতাই নন, গীতিকার, সুরকার, গিটারবাদক, কি-বোর্ডবাদক ও মডেল। শিক্ষকতাও করেছেন এ অলরাউন্ডার।তাহসান পা দিয়েছেন ৪২ বছরে। এবারের জন্মদিনে ভক্তদের সবচেয়ে বড় সুখবর জানিয়েছেন তাহসান।
১৯৭৯ সালে আজকের দিনে জন্মগ্রহণ করা তাহসান ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন। ১৯৯৮ সালে বন্ধুদের সঙ্গে গড়া ‘ব্ল্যাক’ ব্যান্ডদলে যোগ দেন।
২০১২ সালে তাহসান গঠন করেন ব্যান্ডদল ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’। এর মাঝে তাহসান নাম লিখিয়েছেন ছোটপর্দায়, কাজ করছেন সিনেমায়ও।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ অক্টোবর ২০২০/এমএম
Array





