Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর অবশেষে আজ থেকে খুলছে দেশের সিনেমা হলগুলো। স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে হল খোলার অনুমতি দিয়েছে সরকার।

নির্দেশনা অনুযায়ী পুরো হলের অর্ধেক আসনেই দর্শক সিনেমা উপভোগ করতে পারবেন। তবে সিনেমাহল খুললেও প্রযোজক, পরিচালকরা কোনো নতুন ছবি মুক্তি দিতে আগ্রহী নন।

এতদিন সিনেমা হল খুলে দেয়ার জন্য সরকারের সঙ্গে দেন-দরবার করলেও হল খুলে দেয়ার পর নতুন সিনেমা মুক্তির ব্যাপারে এখনও পর্যন্ত তাদের কোনো আয়োজন লক্ষ করা যায়নি। প্রযোজকদের মতে, মানুষের মন থেকে করোনার ভয় এখনও কাটেনি। এ সময় হল খুললেও দর্শক আসবে না। তাই বড় বাজেটের ছবিগুলো মুক্তি দিয়ে নিজেদের ঝুঁকির মধ্যে ফেলতে চান না।

অন্যদিকে হল মালিকরা সিনেমা হল খুলে দেয়ার জন্য সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি তারা সরকারের প্রতি অনুরোধ করেছেন, দেশি প্রযোজকরা যদি নতুন ছবি মুক্তি না দেয় তাহলে এ অবস্থায় সিনেমা হল টিকিয়ে রাখার জন্য তাদের যেন হিন্দি ছবি প্রদর্শনের অনুমতি দেয়া হয়।

এদিকে আজ নতুন কোনো ছবি মুক্তি না দিলেও দেশের আলোচিত-সমালোচিত মিডিয়াকর্মী হিরো আলম প্রযোজিত ও অভিনীত ‘সাহসী হিরো আলম’ নামে একটি ছবি মুক্তির কথা শোনা গেছে। যদিও গতকাল বিকাল পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি সিনেমা হল সংশ্লিষ্টরা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ অক্টোবর ২০২০/এমএম


Array