Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যুগান্তরের সাংবাদিক ও স্টাফদের বিনামূল্যে বোন মিরারেলস ডেনসিটি (বিএমডি) চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী যুগান্তরের প্রধান কার্যালয়ে এ হেলথ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

বিএমডি চেকআপ হেলথ ক্যাম্পটির উদ্বোধন করেন যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম। পরে যুগান্তরে শতাধিক সাংবাদিকসহ অন্যান্য স্টাফরা বিএমডি চেকআপ হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা নেন।

অত্যাধুনিক মেশিনে চেকআপের পর সাংবাদিকদের স্বাস্থ্যগত বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস ও এসআইবিএল হাসপাতালের ক্লিনিক্যাল ডায়টিশিয়ান রেবেকা সুলতানা।

বিএমডি চেকআপ ক্যাম্পে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শেখ শুভ, প্যাথোলজিস্ট রাবিনা আক্তার ইভা এবং সুপারভাইজার আশিকুর রায়হান।

নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড বিগত দুই বছর ধরে দেশব্যাপী বিনামূল্যে বোন মিরারেলস ডেনসিটি হেলথ ক্যাম্প আয়োজন করে আসছে। প্রতিষ্ঠানটি মূলত হাড়ক্ষয় রোধে জনসাধারণের মধ্যে জনসচেতনতা তৈরিতে এমন আয়োজন করছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯  অক্টোবর ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ