প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নভেল করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত চার দিন ধরেই জ্বর ও ঠাণ্ডায় ভুগছেন এ অভিনেতা। জ্বর না কমায় তার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
বর্তমানে ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৫ বছর বয়সী এ অভিনেতা। তার শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এদিকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেও করোনাভাইরাসের হাত থেকে মুক্তি পেলেন না বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশা। তিনিও কোভিড আক্রান্ত। সম্প্রতি শরীরে জ্বর নিয়ে করোনার নমুনা পরীক্ষা করালে সেটা পজেটিভ বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘আপাতত ভালোই আছি। জ্বর, খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না। হালকা কাশি আছে।’
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ অক্টোবর ২০২০/এমএম






