Menu

‘ফণী’ মোকাবিলায় সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলানিউজসিএ ডেস্ক :: ঘূর্ণিঝড় ‘ফণী’কে কেন্দ্র করে সরকারি ও বেসরকারি সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৩ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেই সঙ্গে সাপ্তাহিক ছুটি বাতিল করে শুক্র ও শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় খোলা থাকবে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। নিজ কার্যালয়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন তিনি। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সেনা, নৌ, বিমান বাহিনী ও কোস্টর্গাডসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট বাহিনীগুলো ইতোমধ্যে যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে। ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য আঘাতের পরিপ্রেক্ষিতে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল জানিয়েছিলেন, শুক্রবার দুপুর পর্যন্ত উপকূলীয় অঞ্চলগুলো থেকে ৪ লাখ ৪ হাজার ২৫০ জনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। সন্ধ্যা নাগাদ প্রায় ২৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দের নেওয়া হবে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ৩ মে ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ