Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জানতে হলে তাকে
আশরাফুল আলম পিনটু

শেখ মুজিবকে জানতে হলে
জানতে হবে দেশকে
জানতে হবে শুরু থেকে শেষকে।

ছয় দফাকে জানতে হবে
জানতে হবে হামলাকে
আগরতলা ষড়যন্ত্র মামলাকে।

জানতে হবে তার স্বাধিকার
আন্দোলনের মর্মকে
জেল-জুলুমের আগলভাঙা কর্মকে।

বঙ্গবন্ধু উপাধী আর
জানতে হবে ভোটকে
সত্তর সালে পাকিয়েছিল ঘোঁট কে।

জানতে হবে সাত মার্চের
ঐতিহাসিক ভাষণকে
পাকিস্তানের স্বৈরাচারী শাসনকে।
পঁচিশে মার্চ জানতে হবে
স্বাধীনতার লড়াইকে
ভাঙল কারা পাকহানাদার বড়াইকে।

জানতে হবে মুক্তিযুদ্ধ
ডিসেম্বরের ষোলকে
এ বিজয়ে স্বজনহারা হলো কে।

সেপ্টেম্বর জানতে হবে
আগস্ট কালো রাতকে
জানতে হবে রাজাকারের জাতকে।

জানতে হবে সব ইতিহাস
জানতে তোমার নিজকে
বুকে ফোটাও জাতির পিতার বীজকে।

মুজিব নামে
কবির কাঞ্চন

মুজিব নামেই হৃদয় মাঝে ভেসে আসে সুর
সকল দেশের সেরা বলে লাগে সুমধুর।
অত্যাচারী হানাদারের করতে পরাজয়
মুজিব নামেই বুকের ভেতর রক্তধারা বয়।

মুজিব নামেই বিশ্ব মাঝে বীরের পরিচয়
রক্ত দিয়ে আদায় করে বাংলাদেশের জয়।
শোধ হবে না কোনোদিনও তাঁর ত্যাগেরই দাম
মুজিব নামেই মিশে আছে বাংলাদেশের নাম।

মুজিব নামেই দেশের মানুষ যোদ্ধা হয়ে যায়
স্বাধীন দেশে ঘুরেফিরে স্বস্তি ফিরে পায়।
সোনার বাংলা গড়তে হলে করতে হবে কাজ
মুজিব নামেই জাগতে হবে ভেঙে সকল লাজ।

তোমার জন্মে ধন্য মাতৃভূমি
সুমন বনিক

তোমার ডাকে অস্ত্র হাতে করেছিলাম মুক্তিযুদ্ধ
স্বাধীনতার পরশ পেয়ে তাই হলাম পরিশুদ্ধ।
পরাধীনতার শিকল ভেঙে উন্নীত করি বিজয়ের শির
সারাবিশ্ব বিস্ময়ের চোখে দেখে এ জাতি বীর।
তুমি বাঙালির ইতিহাসের পাতায় সেই অমর মহাকাব্য
তুমি নাই তাই আজি মধুমতি হারায় নাব্য।
বীর বাঙালির হৃদয় তুমি রাজনীতির মহাকবি
পতাকার অই লাল সূর্যটায় তুমি আছো উজ্জ্বল ছবি।
মুক্ত আকাশ সূর্যের মতো দীপ্তি ছড়াও সেই তুমি
তোমার জন্মে ধন্য আমরা ধন্য এই মাতৃভ‚মি।

পড়ো সে ভাষণ
নান্টু বড়ুয়া

জাতিকে জাগাতে যদি
প্রাণ কাঁদে কারো,
এমন মহান নেতাকে কেউ
এনে দিতে পারো?

যদি পারো তবে এমন
কবিতাটি লেখো,
মানুষের দুখে কাঁদে প্রাণ
ভাষণ পড়ে দেখো।

সে ভাষণ আর পায়ের চিহ্ন
দুলুক হৃদয় বাগে,
শত্রুর পাখায় যেন এবার
তুষের আগুন লাগে।

সে আগুনের শিখা হাতে
আজকে তোমায় পূঁজি,
পিতা হারার অভাব যে আজ
প্রতিক্ষণে বুঝি।

শোকের দিনে
সুফিয়ান আহমদ চৌধুরী

শ্যামলের দেশে গায় পাখি
শোকে গায় গান,
ঘরে ঘরে বয় শোক বান
হাসি খুশি ম্লান।

ভাসে প্রিয় ছবি শোক দিনে
মনে পড়ে কী যে,
বঙ্গবন্ধু নেই শোকে দেশ
চোখ জলে ভিজে।

জালিমেরা কাড়ে সুখ সব
দুখে নামে কান্না,
ভালোবাসা নেয় কেড়ে আহা
কাড়ে মুক্তো পান্না।

কোটি কোটি প্রাণে গাঁথা আছে
ফুলে ফুলে বুঝি,
আগস্টের এই দিনে সবখানে
ভালোবাসা খুঁজি।

বঙ্গবন্ধু অন্তরতে
ঠাঁই চিরদিন খাঁটি,
ভেজা রক্তে তাঁর দেশ
বাঙালির ঘাঁটি।

মুজিব
মজনু মিয়া

তুমি ছিলে তুমি রবে
শেখ মুজিবুর রহমান,
তোমার কৃতি তোমার স্মৃতি
চিরদিনি বহমান।

আগস্ট এলে শোকের দু’চোখ
ব্যথার জলে যায় ভরে,
তোমার গড়া বাংলাদেশে
শোক পতাকায় জল ধরে।

অমর অবিস্মরণীয়
জাতীয় নেতা তুমি,
বিশ্ব মাঝে উজ্জ্বল তুমি
উজ্জ্বল এই জন্মভূমি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫আগস্ট ২০২০/এমএম


Array