Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: রোজার ঈদের মতো কোরবানির ঈদেও ছবিশূন্যতায় পার করবে চলচ্চিত্রাঙ্গন। করোনাভাইরাসের প্রভাবের কারণে এ ঈদেও সিনেমাহল খুলছে না। ফলে মুক্তি পাচ্ছে না নতুন কোনো ছবি। সম্প্রতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এক মন্তব্যে জানিয়েছেন, আসন্ন ঈদে সিনেমা খুলবে না।

তথ্য মন্ত্রণালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্ত জানান তিনি। তিনি বলেন, ‘একদিকে দেশে করোনা, অন্যদিকে বন্যার আঘাত এসেছে। দুটো মিলেই বিপর্যস্ত জনজীবন। এমন সময় সিনেমা হল খোলা ঠিক হবে না। কারণ করোনা বা বন্যায় শারীরিক দূরত্ব বজায় রেখে সিনেমা চালানো সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘চলচ্চিত্র শিল্পকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। সিনেমার সোনালি দিন ফিরিয়ে আনার জন্য তিনি অনেক কিছুই করছেন। আমাদের প্রতিনিয়ত নানা নির্দেশনা ও পরামর্শ দেন। সবকিছু ভেবেচিন্তে মনে হচ্ছে এ মুহূর্তে সিনেমা হল চালু করা সঠিক সিদ্ধান্ত হবে না। এ ব্যাপারে আমরা আরও ধীরে এগোতে চাই।’

করোনাভাইরাসের কারণে গত পাঁচ মাস ধরে সিনেমাহল বন্ধ। এ কারণে সিনেমাশিল্পে বড় ধরনের ক্ষতি হচ্ছে বলেই সংশ্লিষ্টদের মত। অনেকে চাইছেন ঈদের মতো বড় উৎসবে সিনেমাহল খুলে দেয়ার জন্য। কারণ এ সময়ে এসে শপিংমল ও জনসমাগমের সবকিছুই খোলা। স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও কেউ মানছেন না। তাই স্বাস্থ্যবিধি মেনে সিনেমাহল খুলে দিলে এ শিল্পের সঙ্গে জড়িতদের উপকার হতো বলেই বোদ্ধাদের মত।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৯ জুলাই ২০২০/এমএম


Array