Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: নাটক দিয়ে অভিনয়ে এলেও এখন পুরোদস্তুর চিত্রাভিনেতা সিয়াম আহমেদ। একাধিক ছবির কাজে চুক্তিবদ্ধ তিনি। তবে করোনার কারণে এখন ছবির শুটিং বন্ধ। সহসাই ছবির শুটিং শুরু হওয়ার কোনো খবর নেই তার কাছে।

তাই এ সময়টায় নিজের ইউটিউব চ্যানেলের জন্য কনটেন্ট তৈরির কাজে ব্যস্ত আছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভাকাঙ্ক্ষী ও অনুসারীরা তার কর্মকাণ্ড কিংবা ব্যক্তি জীবনের বিষয় নিয়ে আগ্রহী। তাদের এ আগ্রহকে প্রাধান্য দিয়েই ইউটিউবে চ্যানেল খুলেছেন সিয়াম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন তো আমার দীর্ঘ অবসর চলছে।

কবে কাজ শুরু হবে তা এখনও নিশ্চিত করে জানি না। তাই সময়টাকে কাজে লাগানোর জন্য ইউটিউব চ্যানেল খুলেছি নিজের নামেই। এখানে ছোট ছোট ভিডিও কনটেন্ট বানিয়ে প্রচার করার কথা ভাবছি। তা ছাড়া শর্টফিল্মও দিতে পারি। তবে এ কাজগুলো গুছিয়ে আনতে কিছুটা সময় লাগবে।’ অন্যদিকে একাধিক ওয়েবফিল্মেও প্রস্তাব পেয়েছেন এ অভিনেতা।

গল্প পছন্দ হলে ঈদের পর এ মাধ্যমে কাজ করতেও দেখা যাবে তাকে। অন্যদিকে ছয়টি ছবির কাজ হাতে রয়েছে এ অভিনেতার। এগুলোর মধ্যে বেশিরভাগ ছবির কাজই শেষের পথে। এ ছাড়া ‘বিশ্বসুন্দরী’ নামে তার অভিনীত নতুন একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৪ জুলাই ২০২০/এমএম


Array