Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: ঢাকাই সিনেমার আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল সবসময়ই অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। করোনা দুর্যোগের শুরুতে তিনি এফডিসিতে প্রায় চারশ’ অসহায় শিল্পীকে খাদ্যদ্রব্য ও আর্থিক সহযোগিতা করেছেন।

এখনও কাজ বন্ধ থাকায় সেসব শিল্পী অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। তাই আবারও অনন্ত এসব অসচ্ছল শিল্পীর পাশে দাঁড়াচ্ছেন। আজ তিনি এফডিসিতে উপস্থিত থেকে দুইশ’ অসচ্ছল শিল্পীর মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি এসব শিল্পীর জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করার জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির ফান্ডে পাঁচ লাখ টাকা অনুদান দিচ্ছেন।

এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘শিল্পী সমিতির সর্বশেষ পিকনিকে গিয়ে আমি কথা দিয়েছিলাম, অসহায় শিল্পীদের সহযোগিতার জন্য সমিতির ফান্ডে পাঁচ লাখ টাকা দেব। সেটাই আজকে দিচ্ছি। পাশাপাশি করোনা দুর্যোগে শিল্পীদের মধ্যে যারা অসচ্ছল ও অসহায় তাদের মধ্যেও কিছু খাদ্যদ্রব্য বিতরণ করব।

করোনার কারণে এখন সিনেমার সব কাজ বন্ধ। এজন্য ছোটখাটো চরিত্রে যারা কাজ করেন, তাদের আয়-রোজগার একেবারেই বন্ধ হয়ে গেছে। সিনেমা ছাড়া অন্য কোনো উপার্জনের পথও তাদের নেই। তাই তাদের পাশে আমি সাধ্যানুযায়ী দাঁড়ানোর চেষ্টা করছি। এর আগেও একবার সহযোগিতা করেছি। যদি পরিস্থিতি এভাবেই চলতে থাকে এবং আমার সাধ্যে থাকলে আবারও তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছে আছে।’ এদিকে করোনাভাইরাসের কারণে অনন্ত জলিল তার শুটিং চলতি ‘দিন দ্য ডে’ ছবির কাজও শেষ করতে পারেননি। ছবির আশি ভাগ কাজ শেষ হয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১২ জুলাই ২০২০/এমএম


Array