Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: লক্ষাধিক বাংলা ও ইংরেজি গান নিয়ে চলতি বছর জানুয়ারি থেকে শুরু হয়েছে দেশের প্রথম গ্লোবাল মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্বাধীন। এবার তারা প্রাপ্তবয়স্কদের জন্য নিয়ে এসেছে বিশেষ সিরিজ ‘পাতালপুর’। এটি নির্ধারিত হচ্ছে ১৮ বছর অতিক্রম করা সাহসী শ্রোতাদের জন্য।তবে অশ্লীল কিছু নয়। সত্য ঘটনার রেশ ধরে রোমাঞ্চকর থ্রিলারে সাজানো হয়েছে এ সিরিজ।

১০ জুলাই ‘পাতালপুর’ অডিও সিরিজের একটি টিজার উন্মুক্ত হয়েছে স্বাধীন অ্যাপের ফেসবুক পেজে। কর্তৃপক্ষ জানিয়েছেন, সত্য ঘটনার ছায়া অবলম্বনে এ সিরিজটি তৈরি হয়েছে, যাতে থাকছে একটি সিজনে অনেকগুলো পর্ব। তবে সিরিজের সব চরিত্র থাকছে কাল্পনিক! সিরিজটির সম্প্রচার শুরু হবে আগস্ট থেকে। সপ্তাহে এক ঘণ্টার একটি করে পর্ব থাকবে। এসব পর্বে শোনা যাবে সমাজের নানা অপরাধ বা অসঙ্গতির অডিও পডকাস্ট।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১২ জুলাই ২০২০/এমএম


Array