বৃষ্টি ফুলের খই
উৎপল কান্তি বড়ূয়া
বাংলানিউজসিএ ডেস্ক :: আষাঢ় এলো, চাষার বুকে খুশির কী হই চই
তৈরি হালের বলদ জোড়া লাঙ্গল জোয়াল মই
টিনের চালে রিম ঝিম ঝিম বিষটি মেয়ের সই!
আষাঢ় এলো বাসার পাখি ভিজছে কী জুব জুব!
হাঁসের ছানা তাইরে না না জলেই দিলো ডুব
বিষটি মেয়ে ঝর ঝরা ঝর ঝরছে ধারায় খুব!
আষাঢ় এলো ঘাস আর দুখে রয় না মাথা নুয়ে
পরম সুখে স্নিগ্ধ-সজীব আলোয় আছে শুয়ে
নিরিবিলি বন-সবুজের প্রাণ পাখি যায় ছুঁয়ে।
টাপুর টুপুর পুকুর জলে অবাক চেয়ে রই
ছন্দে নাচে ফোঁটা ফোঁটা বৃষ্টি-ফুলের খই।
বর্ষা ঋতু গাছ লাগাও
মহিউদ্দিন বিন্ জুবায়েদ
বৃষ্টি পড়ে
রহম ঝরে
বর্ষা ঋতু আষাঢ় শ্রাবণ গাছ লাগাও
মুক্ত বায়ুর এই পরিবেশ দেশ আগাও।
গাছের চারা
পুঁতবে যারা
বনজ ফলদ ঔষধি আর যত্ত সব
আষাঢ় মাসে করবে দয়া মহান রব।
সুবর্ণ দিন
জীবন রঙিন
গাছ হলো ভাই অক্সিজেনের ফ্যাক্টরি
বর্ষা ঋতু মরবে না গাছ ডাক্টরি।
কে মেরেছে
নূর মোহাম্মদ দীন
মিষ্টিবাবুর নাদুস-নুদুস
তুলোতুলো দুই গাল
কেঁদে কেঁদে মুখটি আহা
করে ফেলেছে লাল !
কে মেরেছে? কে মেরেছে?
আনো তাকে ধরে
বকা দেবো মারও দেবো
দেবো জেলে ভরে।
দাদু এলো নানু এলো
এলো সাদা পরী
বিচার হবে বিচার হবে
আনো লাঠি দড়ি।
কে মেরেছো? কে মেরেছো?
বলো তাড়াতাড়ি
বিচার হবে কড়া বিচার
নেইকো ছাড়াছাড়ি।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৬ জুন ২০২০ /এমএম





