Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: মাত্র ৩৪ বছর বয়সে ফুরিয়ে যাওয়া বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের জীবনে এসেছিলেন সময়ের জনপ্রিয় বলি অভিনেত্রী কৃতি স্যানন।সুশান্তের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে অনেকদিন ধরেই।

গত রোববার মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে ফাঁস লাগিয়ে সুশান্ত আত্মহত্যা করেছেন এমন খবরের পর শোকের পাথর হয়ে গিয়েছিলেন কৃতি।অবশেষে ইনস্টাগ্রামে এই সুশান্তকে নিয়ে এক আবেগঘন পোস্ট করে নিজেকে কিছুটা হালকা করছেন।

সুশান্তের সঙ্গে তার একটি ছবি দিয়ে কৃতি লিখেছেন, ‘সুস, আমি জানি তোমার অসাধারণ মনটিই তোমার সবচেয়ে ভালো বন্ধু ও খারাপ শত্রু। আমার এই ভেবে খারাপ লাগছে তুমি জীবনের এমন মুহূর্ত পার করছিলে যেখানে তোমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়ায় সহজ মনে হয়েছে। এই মুহূর্ত পার করার জন্য তোমার পাশে যদি কেউ থাকত!

তোমাকে যে ভালোবেসেছিল তাকে যদি দূরে ঠেলে না দিতে! তোমার মনের ভাঙা অংশ যদি জোড়া দিতে পারতাম। আমি পারিনি! আমার অনেক কিছুই ইচ্ছে করছে। আমার হৃদয়ের একটি অংশ তোমার সঙ্গে চলে গেছে।

অন্য অংশ তোমাকে সবসময় জীবন্ত রাখবে। সবসময়ই তোমার সুখ চেয়েছি এবং আগামীতেও চাইব।’প্রসঙ্গত, ‘রাবতা’ সিনেমার শুটিংয়ের সময় সুশান্তের সঙ্গে কৃতির প্রেমের গুঞ্জন শুরু হয়। তাদের মধ্যে বেশ সখ্য গড়ে ওঠে। যদিও পরে সেই বন্ধুত্ব আর দেখা যায়নি দুজনের মধ্যে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৭ জুন ২০২০ /এমএম


Array