Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে দর্শকদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উপহার দিয়েছেন সময়ের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম।কানেকশন নামে চলচ্চিত্রে মিমের নায়ক গায়ক ও অভিনেতা তাহসান খান।চলচ্চিত্রটি ইতিমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে,প্রশংসিত হয়েছে দর্শক মহলে।

এবার নায়ককে নিয়ে আড্ডায় মাতলেন মিম।এ চ্যানেলের জন্য ‘মিমস কাস্টডি’ নামে নিয়মিত উপস্থাপনা করছেন মিম।বুধবার প্রকাশ হওয়া প্রথম পর্বে অতিথি করেছেন তাহসানকে।

এ বিষয়ে মিম বলেন,দীর্ঘদিনের প্রিয় সহকর্মীদের নিয়ে অনুষ্ঠানটি করছি।আমাদের প্রত্যেকের মধ্যে দারুণ সম্পর্ক।একে অন্যের সঙ্গে সুযোগ পেলে হাসি-ঠাট্টায় মেতে উঠি।যেগুলো আমাদের ভক্তরা জানেন না।মূলত শোবিজ তারকাদের মিষ্টি সম্পর্কগুলোই অনুষ্ঠানটিতে তুলে ধরা হচ্ছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১১ জুন ২০২০/এমএম


Array