Menu

ব্লাক লাইভস ম্যাটার
নীলুফা আলমগীর

রাস্তার ওধারে দাঁড়িয়ে সশস্ত্র দানব
ওরা নির্মম, ওরা সুযোগ সন্ধানী
ওত পেতে থাকা নির্দয় শিকারী,
এধারে হাজারো কন্ঠ প্রতিবাদী
বিচার চাই নইলে শান্তি নাই
নাই ভেদাভেদ বর্ণ, গোত্র, ধর্মের।
এরা অসহিষ্ণু, অস্থির, বিপ্লবী
এদের হাত পিছন থেকে মোড়া
টিয়ার গ্যাসে চোখ রক্ত লাল
তবু্ও এরা নির্ভীক, সাহসী যোদ্ধা।
এরা ভোলেনি আফ্র-আমেরিকান কিম্বদন্তী মার্টিন লুথার কিং হত্যা
শ্বেতাঙ্গদের বৈষম্যমূলক আচরণ
কৃষ্ণাঙ্গদের প্রতি বঞ্চনা, নির্যাতন।
এরা ভোলেনি গাম্বিয়ার কিন্তা কুন্তের
পশুসম খাঁচায় বন্দীর ইতিহাস
সর্বকালের বৈষম্যের নিষ্ঠুর প্রকাশ। এরা ভোলেনা জর্জ ফ্লয়েডের
পিছ মোড়া হাত, হাটু চাপা গর্দান
এক ফোঁটা মুক্ত বাতাসের জন্য
কি নিদারুণ আকুতি, হাহাকার।
ন্যায় বিচারের দাবিতে আজ উত্তাল
মিনিয়াপোলিস থেকে সমগ্র পৃথিবী
একসাথে মুষ্টিবদ্ধ হাত, কাঁধে কাঁধ
সাদা কালোর বৈষম্য আর নয়
পুলিশের নির্যাতন মেনে নেওয়া নয়।
সম্মিলিত কন্ঠে একটাই ধ্বনি প্রতিধ্বনি “ব্লাক লাইভস ম্যাটার।”
জর্জ ফ্লয়েডের মৃত্যু, আধুনিক মেকি সভ্যতার মুখে এক বিরাট চপেটাঘাত
বর্ণবাদ, সে-তো মানবতার খোলসে মোড়া পৃথিবীর বুকে এক বিষাক্ত সাপ।

জুন ৪, ২০২০।

বাংলানিউজসিএ/ঢাকা/০৮ জুন ২০২০/এমএম


Array