Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪২৫ জন। এছাড়া এই সময়ে আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১৩০ জন।তবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু নিয়ে কোনও তথ্য দেয়া হয়নি। পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যম জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৭মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৭ মে ২০২০/এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ