বাঙালীপনার বাংলার উৎসব, বাংলা নববর্ষ
হৃদয়ের দোলায়, প্রানের মেলায়, জীবনে আনে হর্ষ
ধর্ম, মর্ম, শ্রেণীর উর্ধে সবারই জাগায় স্পন্দন
নববর্ষ নিয়ে আসে তাই বাঙ্গালীদের মাঝে বন্ধন
বছর ঘুরে স্বারম্ভে আসে পহেলা বৈশাখ
করোনা গ্রাসে, সর্বত্র ত্রাসে, এবারই সব বাদ
ঢাকে শব্দ,এবার স্তব্ধ, মঙ্গল নাই শোভা যাত্রায়
ঘরে বসে এখন করি স্মৃতিচারণ, থেকে অবরুদ্ধতায়
বছর কয়েক আগে, সেই স্মৃতি জাগে, কি যে ছিলো সেই দিন
ছিলো না আক্রান্তের ভয়, হাত ধোয়া অতিশয়, ছিলো আনন্দ বাধাহীন
সেই স্মৃতি চারণে, আত্মবিহনে, কাটে এই নববর্ষ
সারা ধরনীতে শোকের ছায়ায়, সবাই বড় বিমর্ষ
তবু আশা করি, দুই হাত তুলি, এই পহেলা বৈশাখে
করোনা হতে মুক্তি হোক ধরা, আর সবাই যেন মুক্ত থাকে
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৫ এপ্রিল ২০২০/এমএম
Array





