বাংলানিউজসিএ ডেস্ক :: সত্তরের দশকের মিষ্টি মেয়ে থেকে বলিউডের বচ্চন পরিবারের দাপুটে অভিনেত্রী হয়ে ওঠা জয়া বচ্চনের আজ ৭২-এ পা দিলেন। তবে প্রতিবছর পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেও এবার তা হয়ে উঠেনি।লকডাউনের কারণে তিনি আটকে রয়েছেন দিল্লিতে।
তাই বলে থেমে থাকেনি শুভেচ্ছাবিনিময়। বরং আবেগঘন শুভেচ্ছাবার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেন সন্তানরা। জন্মদিনের সকালে ইনস্টাগ্রামেই মাকে উইশ করলেন অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চন নন্দা। টুইটারে বার্তা দিয়েছেন স্বামী অমিতাভও।
অভিষেক লেখেন, ‘প্রত্যেক সন্তানের কাছেই সবচেয়ে প্রিয় শব্দ মা। শুভ জন্মদিন মা। যদিও লকডাউনের জন্য তুমি এখন আমাদের থেকে অনেক দূরে দিল্লিতে। তবুও জানবে প্রতি মুহূর্তে আমরা তোমার কথাই মনে করছি, মনের মধ্যে শুধু তুমিই আছো। তোমায় ভালোবাসি মা…’।
শ্বেতা লিখেছেন, ‘তোমাকে আমার মনে নিয়ে ঘুরি মা। যেখানেই যাই না কেন, তুমি সব সময়ে আমার সঙ্গে থাকো। হ্যাপি বার্থডে মা।’
দুই সন্তানের পাশাপাশি অমিতাভ বচ্চনও এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে ভুলেননি। টুইট বার্তায় এদিন অনুরাগীদের জন্য জয়ার পক্ষে ধন্যবাদ জানালেন অমিতাভ।
তিনি বলেন, ‘যারা জয়াকে ওর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছো, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। ওকে মনে করার জন্য ধন্যবাদ। সবাইকে ব্যক্তিগতভাবে জবাব দেওয়া সম্ভব নয়, তাই এখানেই তোমাদের সবাইকে অনেক ভালোবাসা পাঠিয়েছে জয়া। শুভেচ্ছা বার্তার জন্য অনেক ধন্যবাদ।’
১৯৪৮ সালের আজকের দিনে ভারতের মধ্য প্রদেশের জব্বলপুরে জন্ম হয় জয়ার। প্রথম ভর্তি হয়েছিলেন পুনে ফিল্ম ইন্সটিটিউটে। তবে তার আগে সত্যজিৎ রায়ের ‘মহানগর’ ছবিতে কাজ করেন তিনি।
১৯৬৬ সালে ভারতসেরা এনসিসি ক্যাডেট সম্মানে সম্মানিত হন জয়া।
একটি ট্রেন্ডে চেষ্টা করা উচিত
ধিঙ্গরা আরও পরামর্শ দেন যে, নির্দিষ্ট একজনকে ট্রেন্ড হিসেবে ব্যবহার করুন। সেটা হতে পারে আয়ুষ্মান খুরানা বা ক্রিশ্চিয়ানো রোনালদো বা যে কেউ। আপনি আগে চুল দাড়ি বড় করুন তারপর যে কোনো একজনকে ফলো করে সেক্সি লুক গ্রহণ করুন। এক্ষেত্রে কষ্ট অনেক কমে যাবে।
আপনি যদি এই সময়ে চুল বড় করতে চান এবং বাবরি বানাতে চান তাহলে ধিঙ্গরা পরামর্শ দিয়েছেন যে, মাথার তালু এবং চুল পরিষ্কার রাখতে হবে। সপ্তাহে অন্তত একবার গরম তেলের মেসেজ দিতে হবে। তেল দেয়ার পর এটি কয়েক ঘণ্টা বা রাতভর রেখে দিতে। এটি আপনার চুলের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। চুলের ঘনত্ব ও দৈর্ঘ্য অনুযায়ী প্রতিদিন বা দুই তিন দিন পরপর চুল ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। যদি এটি বেশি বড় হয় এবং চুলের আগা ফেটে যায় তাহলে ভয় পাবেন না বাড়িতে বসে খুব সহজেই পরিমাণ মতো কেটে ফেলুন।
আর যদি দাড়ি, গোঁফে বেমানান লাগে এবং দ্রুত বাড়ার প্রবণতা থাকে যা আপনি অপছন্দ করেন তাহলে ক্লিন শেভ করার পরামর্শ দিয়েছেন কৃষ্ণ গুপ্তা।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১১ এপ্রিল ২০২০/এমএম





