১. ভুল যদি করে থাকি
ভুল যদি করে থাকি ভেঙে দাও ভুল
মহান আল্লাহ তুমি বাঁচাও মানবকুল
হারিয়েছি পথ ভুলেছি দিশার কূল
মহান আল্লাহ তুমি বাঁচাও মানবকুল।।
কত শত ঘৃণা গড়েছি পরের তরে
শুধু হানাহানি মাটির পৃথিবী ‘পরে
তোমার সৃষ্টিরা আজ বিপদ সঙ্কুল
মহান আল্লাহ তুমি বাঁচাও মানবকুল।।
কত শত পাপ জমেছে হৃদয় মাঝে
তুমিই কাণ্ডারী অচিন আঁধার সাঁঝে
চাইছি মার্জনা হ’য়ে অধীর আকুল
মহান আল্লাহ তুমি বাঁচাও মানবকুল।।
২. এ কেমন দিন
এ কেমন দিন দিলে হে মহান
তোমার পৃথিবী আজ বিরান শ্মশান!
পাখিদের কলরব, বাতাসের ধ্বনি
আলোকিত দিনমালা, তারার রজনী
সকলই তো প্রভু তোমার মহান দান
এ কেমন দিন দিলে হে মহান!
নদীর ভরাট কূল, নানা রঙা ফুল
তোমারই মহিমায় আছে মশগুল
তবুও মানুষ করে যায় যত ভুল
আধমরা প্রাণে সব ব্যথিত ব্যাকুল
জানি জন্ম-মৃত্যু সকলই তোমার দান
এ কেমন ব্যাধি দিলে হে মহান!
সৃষ্টির সেরা তুমি করেছা যে মানব
তার মনেপ্রাণে যদি যাপিত দানব
লোভ ও হিংসায় ভরা বিত্তের বৈভব
ভাঙছো কী আজ প্রভু তার পরাভব
তোমার সৃষ্টিরা তাই ঝরে ম্রিয়মান
এ কেমন ঝড় দিলে হে মহান!
৩. প্রলয় নিশ্চিত জেনেও
প্রলয় নিশ্চিত জেনেও তোমার দিকেই বাড়িয়ে দেই হাত
বুঝি না, বুঝি না কোনো সন্ধিক্ষণ- জীবন ও মৃত্যুর তফাৎ
ভাবি না নিকষ কালো অন্ধকার চারদিক- অমানিশা রাত
জানি একদিন আসবেই, আসবে সুদিন- আলোর প্রভাত।
নূহের নৌকায় বসে উন্মুখ চেয়েই থাকি দিকভালে
মুসার মতোন অদম্য সাহসে ধরি পথ সাগর উত্তালে
ইউনুসের মতোন যদি গিলে ফেলে তিমি কোনো কালে
তবু আমি নিরুত্তাপ রইবো তাকিয়ে তোমার বিশালে।
তুমিই নৈকট্য, তুমিই তফাৎ
ইহ ও পর জগতের কাণ্ডারি
তোমাকে ছেড়ে বলো হে প্রাণনাথ
আমি কেমনে দিবো এ পথ পাড়ি!
৪. কী শুনেছিলে মানব
কী শুনেছিলে মানব চৌদ্দ শ’ বছর আগে
কোনো সংকেতবার্তা মহামারীর পুরোভাগে
মানছো কি ঘরবন্দি থাকা, নিষিদ্ধ ভ্রমণ
ঠেকাতে অকাল মৃত্যু নির্বিচার সংক্রমণ?
কী শিখেছিলে মানব পীড়িত আর্ত সেবায়
দানের দুহাত কেন ভিডিওতে দেখা যায়
তস্কর মনটা কেন শুধু নিশপিশ করে
রিলিফের চালডাল রাখো চুরি করে ঘরে!
কী জেনেছিলে মানব জন্ম- মৃত্যুর বিধান
পারবে কি সিন্দুকেতে ভরে লুকাতে ঐ প্রাণ
যতই গড়োনা দুর্গ আর অস্ত্রের সম্ভার
ক্ষুদ্র করোনা দানব করছে প্রাণ সংহার।
৫. যাক্ না ভরে এ ঘরবন্দি দিন
সমস্ত পৃথিবী এখন শ্মশানপুরী
মৃত্যুর ছোবল করোনার ভয়
নেই কোনো ব্যস্ততা বাইরে ঘোরাঘুরি
দূরে গেছে সেই যান্ত্রিক সময়।
কাছে থেকে ভালো করে খুঁজছে দুচোখ
তুমি যেন এক অপার বিস্ময়
জ্বালছে হৃদয়ে দীপ প্রেমের আলোক
সব কিছু আজ ভালোবাসাময়!
মানুষ বুঝেছে অর্থবিত্ত পরাভব
সময়ের কাছে খুব অসহায়
মূল্য দিয়ে আর যায় নাকো কেনা সব
প্রকৃতিটা যদি দিন বদলায়।
আমিও বুঝেছি আজ তুমিই অমূল্য
যার কাছে আছে ভালোবাসা ঋণ
স্বার্থের পৃথিবী জুড়ে প্রেমই অতূল্য
যাক্ না ভরে এ ঘরবন্দি দিন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৯ এপ্রিল ২০২০/এমএম





