বাংলানিউজসিএ ডেস্ক :: করোনাভাইরাসে দেশের মানুষের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা আমির খান।প্রধানমন্ত্রীর করোনা তহবিল পিএম কেয়ার ফান্ডেই ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও অনুদান দিয়েছেন। এর পাশাপাশি তিনি ফিল্ম ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং কয়েকটি এনজিওতেও বেশ কিছুটা অর্থ অনুদান হিসাবে দিয়েছেন।এই অভিনেতার ঘনিষ্ঠ মহল থেকে হিন্দুস্তান টাইমসকে এ তথ্য জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত আমির খান নিজে তার এই অনুদান দেয়া নিয়ে মুখ খোলেননি। মেলেনি এ সংক্রান্ত কোনো সরকারি তথ্যও।
আমির খানের সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, পিএম কেয়ার ফান্ড, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল, ফিল্ম ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং অনেক এনজিওকে ইতিমধ্যে অনুদান দিয়েছেন। এ ছাড়া আমির খান তার আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের সঙ্গে জড়িত দৈনিক ভিত্তিতে মজুরি প্রাপ্ত শ্রমিকদেরও সহায়তা করেছেন। তবে আমির খান এই অবদান জনসমক্ষে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৮ এপ্রিল ২০২০/এমএম





