বাংলানিউজসিএ ডেস্ক :: অনন্তকাল ধরে হেঁটে চলা সময়ের
স্মৃতির পুঁথিতে গাঁথা
হাজারো বর্ষ রাত দিবসের আত্মকথা।
খণ্ডিত খণ্ডে ইতিহাসকে বেঁধে ফেলে,
কাগজে লিপিবদ্ধ আকারে
ইতিহাসের জায়গা হয় আলমারির তাকে।
ইতিহাসের নির্যাস উড়তে থাকে চায়ের কাপে।
ইতিহাস আসে ইতিহাস চলে যায়।
একটা সময় ইতিহাসও ইতিহাস হয়ে যায়।
আলফ্রেড নোবেলের বিশ্ব কাঁপানো আবিষ্কার,
ডিনামাইট ইতিহাস নোবেল প্রাইজের খাতায়।
ভিঞ্চির ইতিহাস ম্রিয়মান মোনালিসায়।
কলম্বাস এখন বাস করে না আমেরিকায়।
এডিসনের আলো পরাজিত আফ্রিকায়।
প্রাণের কুঁড়ি ফুঁটেছে আবার নাগাসাকি হিরোশিমায়।
ইতিহাস রক্তাক্ত হতে চাইনা পারমাণবিক বোমায়।
এখন পারমাণবিক বড়ই অমানবিক!
ক্ষমতার ইতিহাস উচ্চকিত বিলাসে
আজ অব্দি মত্ত আদি খেলায়।
নিষ্ঠুরতার লাল-কালো রক্তের দাগ
লেপ্টে আছে ইতিহাসের কালের পাতায়।
নীল নদের বাঁকে বাঁকে ধরণ পাল্টিয়ে
ইতিহাস শুধু মৃত্যু মিছিলের রং বদলিয়েছে।
কালাক্রান্ত বিভৎস রক্ত মাংসের ইতিহাস
কেবলমাত্র গত হয়েছে কয়েক মাস।
নতুন ইতিহাসে রক্তের কোন দাগ নেই
নতুন ইতিহাসে নিজের কোন দায় নেই।
মানুষ মরে যায় মানুষের ছোঁয়ায়।
ইতিহাসের অভিযোগ আঁছড়ে পড়ে
অজানা অণুজীব আক্রমিত ভাইরাসে।
মানুষের মৃত্যু হয় অদৃশ্য নীরবতায়।
ধোঁয়া ওঠা ইতিহাসের পাতা থেকে
মানুষ শিক্ষা নিয়েছে বটে।
মানুষ মারবে মানুষকে বিনা রক্তপাতে।
মহাশক্তিতে হবে বলীয়ান অন্যরা অধঃনস্তে।
ইতিহাসের বাতাসে পাখা মেলে
ভেসে বেড়ায় জৈব রাসায়নিকের গন্ধ।
মানবতা ভূপাতিত, পৃথিবী করোনা আবন্ধ।
ইতিহাস তুমি মুছে দাও করোনা।
ভয়টা রেখে যাও সময়ের তরে।
যে ভয় সকল কাঁটাতার তুলে
একবিন্দুতে মিলিত করবে পৃথিবীকে।
যে ভয়ে পৃথিবী হবে প্রকৃতির মতো শান্ত,
উলঙ্গ পুঁজিবাদ মুক্ত বাতাসে হবে ধ্বংস।
সময়ের মুখ বন্ধ পরেছে মাস্ক,
পৃথিবী হয়েছে নিরুপায়ে নির্বাক।
পুড়তে থাকা পৃথিবী হাঁপিয়ে ওঠা সময়
বুকের কুঞ্জে মনের হরষে নিচ্ছে ভরে শ্বাস।
বাতাসে আজ কার্বনের দেখা নেই,
হারিয়ে গেছে মিথেন ইথেন পটাশিয়াম হাইড্রোজেন নাইট্রোজেন।
বাতাসে আজ শুধুই অক্সিজেন।
ইতিহাসের কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম
নির্জন সময়ে হারিয়েছে নাগরিকের গড়া নগর।
একসাথে থেকেও আজ কেউ কারো নয়
জীবনে কিংবা মরণে।
আকাশে নেই ডিজেলের ধোঁয়া কিংবা
নগর পোড়া গন্ধের ফসিল।
পৃথিবী জুড়ে বইছে, মৃত্যুর মিছিল।
এই মৃত্যুর মিছিল চাই না।
মিনতি করি, চলে যাও করোনা।
রেখে যাও তোমার বিভৎস ভয়।
ইতিহাস মৃত্যুকে করুক জয়।
ইতিহাস তুমি সময়কে করো পরিশুদ্ধ।
বেলায়েত, যিশু কিংবা লক্ষণ
আলাদা নয়, জুড়ে দাও ভ্রাতৃত্বের বন্ধন।
তবুও জাগে ভয়।
অক্ষর অদল বদলে ক্ষমতার চিরঞ্জীব দাসত্বে,
ইতিহাস অগ্রগামী নয়া ইতিহাস গড়ে।
ইতিহাস থামবার নয়
ইতিহাস ধ্বংসের আগে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০২ এপ্রিল ২০২০/এমএম




