Menu

কবুতরের দাম ১২ কোটি!

বাংলানিউজসিএ ডেস্ক :: কবুতরের দাম ১২কোটি টাকা।কি বিশ্বাস হচ্ছে না? ঘটনা কিন্তু সত্যি।গত রোববার অনলাইন নিলামে বিক্রি হয়েছে কবুতরটি।বেলজিয়ামে এটি বিক্রি হয়েছে।

নিলামে বিক্রি হওয়া কবুতরটির নাম আরমান্দো। এটি বেলজিয়ামের সর্বকালের সবচেয়ে দীর্ঘ পাল্লার ‘রেসার’ কবুতর।কবুতরটি কিনেছেন চীনের এক নাগরিক।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড ১২ লাখ ৫২ হাজার ইউরোতে কবুতরটি বিক্রি হয়েছে।কবুতরটি যে দামে বিক্রি হয়েছে, তা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা।

বাংলানিউজসিএ/ঢাকা/২৩ মার্চ ২০১৯/ইএন


Array