Menu

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর

বাংলানিউজসিএ ডেস্ক :: বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর, হংকং ও প্যারিস। তবে গত বছর ব্যয়বহুল শহরের তালিকায় প্যারিস ছিল দ্বিতীয় অবস্থানে। মঙ্গলবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশ্বের ১৩৩ শহরের ওপর জরিপ চালিয়ে এ তালিকা তৈরি করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)।

লন্ডনভিত্তিক ইকোনমিস্ট গ্রুপের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিটের ওয়ার্ল্ডওয়াইড কস্ট অব লিভিং ইনডেক্স-২০১৯ অনুযায়ী জীবনযাত্রার ব্যয়ের বিবেচনায় ঊর্ধ্বক্রম অনুসারে (বেশি ব্যয়ের শহর থেকে কম ব্যয়ের শহর) তালিকা তৈরি করা হয়।

শহরগুলোর ১৬০ ধরনের পণ্য ও সেবার ব্যয় তুলনা করে এ তালিকা তৈরি করেছে ইআইইউ।

পণ্য ও সেবার মধ্যে রয়েছে- খাবার ও পানীয়, পোশাক, বাড়িভাড়া, গৃহস্থালি পণ্য, প্রসাধনসামগ্রী, পরিবহন ব্যয়, স্কুলের ব্যয়, ইউটিলিটি বিল ও বিনোদন ব্যয়। শীর্ষ ১০-এর বাকি শহর হলো সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা, জাপানের ওসাকা, দক্ষিণ কোরিয়ার সিউল, ডেনমার্কের কোপেনহেগেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ইসরায়েলের তেলআবিব ও যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেস। অন্যদিকে বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহর ভেনিজুয়েলার কারাকাস।

এ তালিকার অন্য শহরগুলো হলো- সিরিয়ার রাজধানী দামেস্ক, উজবেকিস্তানের তাসখন্দ, কাজাখস্তানের আলমাতি, ভারতের বেঙ্গালুরু, পাকিস্তানের করাচি, নাইজেরিয়ার লাগোস, আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স, ভারতের চেন্নাই ও নয়াদিল্লি।

বাংলানিউজসিএ/ঢাকা/১৯ মার্চ ২০১৯/ইএন