Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: স্বেচ্ছা হোম কোয়ারেন্টিনে গেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। প্রাণঘাতী করোনা থেকে রক্ষা পেতে তিনি ঘরে কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।এ তথ্য নিজেই জানিয়েছেন অমিতাভ। সিলযুক্ত হাতের একটি ছবি দিয়ে টুইটারে তিনি লিখেছেন– ‘মুম্বাইতে ভোটের কালি দিয়ে হাতে সিল মারা শুরু হয়ে গেছে। নিজেকে সুরক্ষিত রাখুন, সতর্ক থাকুন এবং শনাক্ত হলে বিচ্ছিন্ন থাকুন।’

প্রসঙ্গত করোনায় হোম কোয়ারেন্টিনে থাকা লোকদের হাতে বিশেষ সিল চালু করেছে ভারতের রাজ্য সরকারগুলো। অমিতাভও সেই সিল নিয়েছেন।এদিকে করোনা থেকে রক্ষা পেতে আইসোলেশনে রাখা হয়েছে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে। এ কথা জানানো হয় অভিনেতার টুইটার অ্যাকাউন্ট থেকে। করোনা সচেতনতায় সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া হাত মেলানোর পরিবর্তে নমস্তের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের পরামর্শ দিয়েছেন।

এদিকে করোনাভাইরাসের আতঙ্কে ঘুমাতে পারছেন না বলিউড তারকা অমিতাভ বচ্চন। এমনটিই তিনি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। শুধু তাই নয়, করোনা নিয়ে কবিতাও লিখে ফেলেছেন বিগ বি।সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অমিতাভ। সেখানে করোনা নিয়ে সচেতনতামূলক কথা বলেছেন তিনি। পাশাপাশি স্বরচিত কবিতাও আবৃত্তি করেছেন। ভিডিওর ক্যাপশনে অমিতাভ লিখেছেন– ‘করোনাভাইরাস নিয়ে চায়ের কাপে ঝড় উঠছে। এই ভাইরাস ইতিমধ্যে অনেক ক্ষতি করে ফেলেছে। মানুষজন ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। প্রিয়জনকে নিয়ে দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। আজ সকালে আমার মনে হলো, কিছু একটা করা দরকার। তাই লিখে ফেললাম ও কবিতা।’

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৯ মার্চ ২০২০ /এমএম


Array