Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকবান্ধব’ উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমাদের গণমাধ্যম আরও এগিয়ে যাবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সাংবাদিকদের জন্য সবসময় হাত বাড়িয়ে দেন। দেশের গণমাধ্যম এগিয়ে যাওয়ার পেছনে তাঁর যে ভূমিকা, এই ভূমিকা অতীতের কোনো সরকার কিংবা রাষ্ট্রপ্রধান রাখেননি।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ঢাকা সাব-এডিরস কাউন্সিল আয়োজিত ‘মেধাবৃত্তি-২০১৯’ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার জগতের সাব-এডিটরস কাউন্সিলর আরো বেশি শক্তিশালী হবে, আরো বেশি ভূমিকা রাখবে দেশ ও জাতির কল্যাণে- সেই প্রত্যাশা করছি।

খালিদ মাহমুদ বলেন, বিভিন্ন মিডিয়ার সাব-এডিটররা পর্দার আড়ালে থেকে কত গুরুত্বপূর্ণ কাজ করছেন, আমরা জানি না। যেমন করে আমরা জানতাম না যে, বাংলাদেশের স্বাধীনতার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেসার অবদান। আমরা যখন বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়েছি তখন কিন্তু জানতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে শুনে বুঝেছি তিনি (ফজিলাতুন্নেসা) স্বাধীনতার জন্য কী ধরনের ভূমিকা রেখেছেন। সেই সময় বঙ্গবন্ধুর সঙ্গে যারা রাজনীতি করেছেন তারা কিন্তু তার অবদানের কথা বলেননি। এখন জানতে পারছি। এরকম মানুষগুলো সব সময় পিছনেই থেকে যান, সামনে আসেন না।

এসময় নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, দেশপ্রেম থাকলে দেশের জন্য সব কিছু করা যায়। দেশের স্বার্থকেই সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। দল, গোষ্ঠী কিংবা কেনো ব্যক্তি না। সবার আগে দেশ।ঢাকা সাব-এডিরস কাউন্সিলের সভাপতি জাকির হোসেন ইমনের সভাপতিত্বে আয়োজিত ‘মেধাবৃত্তি-২০১৯’ অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক।‘মেধাবৃত্তি-২০১৯’ অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে পঞ্চম, অষ্টম ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেয়া হয়।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৮ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ