বাংলানিউজসিএ ডেস্ক :: মার্কিন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে।বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা চলার মধ্যেই বইটি প্রকাশিত হলো।
বইটির শিরোনাম ‘জীবন্ত শহীদ: সোলাইমানি হত্যার নেপথ্য কাহিনী’।বইটি লিখেছেন সাহিত্য-অনুবাদক ও সাংবাদিক প্রমিত হোসেন।অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাচ্ছে অন্যধারার ৫৯৯-৬০২ নম্বর স্টলে।
ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।ঢাকার বাংলাবাজার থেকে প্রকাশনা প্রতিষ্ঠান অন্যধারা বইটি প্রকাশ করেছে। বইয়ের দাম ধরা হয়েছে ২৮০ টাকা।
ইরাকে গত ৩ জানুয়ারি মার্কিন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ ১০ সামরিক কর্মকর্তা।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৮ ফেব্রুয়ারি ২০২০ /এমএম





