Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: দ্বিতীয় বিয়ে করে তোপের মুখে পড়লেন ভারতীয় টেলিভিশনের অভিনেত্রী কাম্য পাঞ্জাবি। প্রথম ঘরের সন্তান থাকার পরেও কেন বিয়ে করছেন? এমন প্রশ্ন তাকে ঘিরে।সোমবার (১০) ফেব্রুয়ারি দিল্লির চিকিৎসক সলভ ডংকে বিয়ে করেন তিনি। এর আগে টানা কয়েক বছর চুটিয়ে প্রেম করেছেন তারা।

দ্বিতীয় বিয়ে করায় অভিনেত্রীকে অকথ্য ভাষায় আক্রমণ করা হয় তাকে। নিন্দুকেরা বলছেন, প্রথম পক্ষের বিয়ের পর তার সন্তান আছে। এরপরও কেন তিনি বিয়ের পিঁড়িতে বসলেন? নেটিজেনদের একাংশের প্রশ্নের মুখে কড়া জবাব দেন অভিনেত্রীর প্রিয় বন্ধু কবিতা কৌশিক।

তিনি বলেন, ‘বিয়ে মানেই শুধু সন্তানের জন্ম দেওয়া নয়। বিয়ের মানে একজন জীবনসঙ্গী পাওয়া, বন্ধুর হাত ধরা। আত্মার সঙ্গে অন্য কারও আত্মার মিল হলে, তবেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।’

বাংলানিউজসিএ/ঢাকা/ ১১ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


Array