বাংলানিউজসিএ ডেস্ক :: বলিউডে তরুণ নায়িকাদের দৌড়ে এগিয়ে থাকা সাইফকন্যা সারা আলী খান খুব অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।সম্প্রতি সৎমা কারিনা কাপুরের মুখোমুখি হয়েছিলেন ফ্যাশন সচেতন নবাবকন্যা।কারিনা সারার বাবা সাইফ আলী খানের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কারিনার টকশো ‘হোয়াট ওমেন ওয়ান্ট’-এ এসেছিলেন সাইফকন্যা সারা আলী খান। সেখানে কারিনার বিভিন্ন প্রশ্নের সব জবাব দিয়েছেন তিনি।তবে রিলেশনশিপ নিয়ে প্রশ্নের জবাবে সারা যা বলেছেন, তাতেই বোধহয় সবচেয়ে খুশি হয়েছেন কারিনা।সারার সঙ্গে কারিনার মজার এই কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ওই টকশোতে নিজের পরবর্তী ছবি, ওজন কমানোর মতো একাধিক বিষয়ে মায়ের সঙ্গে আলোচনা করেছেন তিনি। সারার ভাই ইব্রাহিম ও তৈমুরের প্রসঙ্গও উঠেছিল সেখানে।সারাকে রিলেশনশিপ নিয়েও বেশ কয়েকটি প্রশ্ন করেন কারিনা। কারিনা জিজ্ঞাসা করেন, সারা কাউকে ‘নটি মেসেজ’ পাঠিয়েছে কিনা?এই প্রশ্ন করার পর সারা উত্তর দেয়ার আগেই কারিনা বলে ওঠেন, ‘আমি এটা জানতে চাই না। আশা করি তোমার বাবাও শুনছে না।’
তা শুনে হেসে ওঠেন সারা, আস্তে করে বলেন, ‘হ্যাঁ’।এর পরই সারা কারও সঙ্গে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ করেছেন কিনা জানতে চান কারিনা।সারার জবাব, তিনি কোনো দিনই তা করেননি। তা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাইফপত্নী।প্রসঙ্গ অমৃতা সিংকে ১৯৯১ সালে বিয়ে করেন সাইফ আলী খান। প্রায় ১২ বছরের বড় অমৃতার সঙ্গে গাঁটছড়া বাঁধা নিয়ে পতৌদি পরিবারের আপত্তি থাকলেও ছোট নবাব তা শোনেননি।
অমৃতাকে বিয়ের পর জন্ম হয় সারা ও ইব্রাহিমের। তাদের জন্মের পর পরই অমৃতা সিংয়ের সঙ্গে ২০০৪ সালে বিচ্ছেদ হয়ে যায় সাইফের।এর পর ২০১২ সালে অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ আলী খান।
বাংলানিউজসিএ/ঢাকা/০৭ ফেব্রুয়ারি ২০২০ /এমএম





