Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: আসছে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে ভালোবাসায় ঠাসা গল্প নিয়ে তিন নাটক প্রকাশ করতে যাচ্ছে গোল্লাছুট।রোমান্টিক তিন নাটকের এই আয়োজনের শিরোনাম ‘ভালোবাসার তিন গল্প’। নাটক তিনটিতে ঢাকাই নাটকের মিষ্টি তিন জুটি।নাটক তিনটি হল- ‘স্পর্শে তুমি’, ‘স্যার আই লাভ ইউ’, ‘অবুঝ দিনের গল্প-২’।মহিদুল মহিমের ‘স্পর্শে তুমি’ নাটকে অভিনয় করেছেন তাহসান, তানজিন তিশা প্রমুখ।

শিহাব শাহীন নির্মাণ করেছেন ‘অবুঝ দিনের গল্প-২’ নামের একটি নাটক। এতে অভিনয় করেছেন অপূর্ব-তানজিন তিশাসহ আরও অনেকে।কাজল আরেফিন অমির ‘স্যার আই লাভ ইউ’। এই নাটকে দেখা যাবে আরফান নিশো-মেহজাবিন চৌধুরীসহ আরও অনেককে।ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘রিং আইডি ভালোবাসার তিন গল্প’ শিরোনামের নাটকগুলো অবমুক্ত করা হবে গোল্লাছুট’র ইউটিউব চ্যানেলে।

বাংলানিউজসিএ/ঢাকা/০৬ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


Array