বাংলানিউজসিএ ডেস্ক :: খাবার ও ভ্রমণবিষয়ক একটি অনুষ্ঠানের কাজ নিয়ে দেশের পাশাপাশি বিদেশেও ঘুরছেন অভিনেতা হিল্লোল। অনুষ্ঠানটির নাম ‘টাইম আউট উইথ আদনান’। অনুষ্ঠানটি উপস্থাপনাও করছেন তিনি।
ভোজনরসিক ও ভ্রমণ পিয়াসীদের বিভিন্ন ধরনের খাবার এবং ভ্রমণবিষয়ে অবগত করছে তার এ অনুষ্ঠান। দেশের বিভিন্ন জায়গার সেরা খাবার ও ভ্রমণের স্থানগুলো নিয়ে আরও আগেই অবহিত করেছেন এ অভিনেতা। গত কয়েক মাসে তিনি কলকাতা, আমেরিকা ও থাইল্যান্ডের জনপ্রিয় খাবার ও ভ্রমণ বিষয়ে অনুষ্ঠান প্রচার করেছেন।
এ কনটেন্টগুলো হিল্লোলের নিজস্ব ইউটিউব চ্যানেলের পাশাপাশি রবি ইন্টারনেট টিভিতেও প্রচার হয়। এরই মধ্যে ১০০ পর্ব প্রচার হয়েছে অনুষ্ঠানটির। এ কাজে শিগগিরই তিনি নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও চীন যাবেন। অনুষ্ঠানটি প্রসঙ্গে হিল্লোল বলেন, ‘আসলে দীর্ঘদিন ধরে অভিনয় করছি।
কিন্তু সেখান থেকে শুধু পারিশ্রমিকটাই পাই। সেই নাটক কিংবা টেলিফিল্ম প্রযোজক কিংবা টেলিভিশন চ্যানেলের হয়ে যায়। স্বত্বাধিকারী হিসেবে একজন শিল্পীর কোনো অংশ থাকে না। অনেকদিন ধরে ভাবছি এমন একটি কাজ করব, যেটা প্রচারের পরও আমারই থাকবে। সেই ভাবনা থেকেই এই শোটি করছি অনলাইনে।
এরই মধ্যে দর্শকের অভাবনীয় সাড়া পেয়েছি। ইচ্ছা আছে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে সেখানকার জনপ্রিয় খাবার এবং দর্শনীয় স্থান নিয়ে অনুষ্ঠান করার।’ প্রসঙ্গত, ২০১৭ সালের ডিসেম্বর থেকে এই শো নিয়ে কাজ শুরু করেন হিল্লোল। তবে অভিনয়ে এখন আর নিয়মিত নন তিনি।
দুরন্ত টিভিতে শাহাদাত হোসেন সুজনের পরিচালনায় ‘টিরিগিরি টক্কা’ নামের একটি ধারাবাহিক নাটকেই শুধু অভিনয় করছেন বলে জানিয়েছেন এ অভিনেতা।
বাংলানিউজসিএ/ঢাকা/১৩ মার্চ ২০১৯/ইএন