Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই সময়ে জনপ্রিয় চার তারকা। আরিফিন শুভ ও গায়ক-নায়ক তাহসান খানের সঙ্গে থাকছেন লাক্স তারকা জাকিয়া বারী মম ও ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

ভারতীয় জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম ‘জি-ফাইভ’র প্রযোজনায় নির্মিত এই সিনেমার নাম ‘কন্ট্রাক্ট’। ‘জি ফাইভ’র ইন্ডিয়া অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সিনেমায় আরও দেখা যাবে ইরেশ যাকের ও তারিক আনাম খানকে। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের তানিম নূর এবং কলকাতার কৃষ্ণেন্দু ছোটপাধ্যায় ও পাঠ্য সরকার।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০১ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


Array