বাংলানিউজসিএ ডেস্ক :: জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম বলেছেন, দেশের গণমাধ্যমে এখন চরম সংকট চলছে।সাংবাদিকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সংবাদ মাধ্যমগুলোতে বিরাজ করছে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা। এই অবস্থায় কোনো গণমাধ্যম স্বাধীনভাবে চলতে পারে না।
সবার ঐক্যবদ্ধ প্রচষ্টো ছাড়া এ সংকট দূর করা সম্ভব না। ঐক্যবদ্ধ হয়েই পূর্বসূরিদের ঋণ শোধ করতে হবে।শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সভায় (ইজিএম) সভাপতির বক্তব্যে সাইফুল আলম এ সব কথা বলেন।সাইফুল আলম বলেন, সুখীসমৃদ্ধ প্রেস ক্লাব গড়ে তুলতে হলেও প্রয়োজন সবার ঐকান্তিক সহযোগিতা।
প্রেস ক্লাবের নতুন সদস্যপদ দেয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করে বলেন, যাদের একমাত্র পেশা সাংবাদিকতা- তারাই কেবল প্রেস ক্লাবের সদস্য হবেন।তিনি জানান, জাতীয় প্রেস ক্লাবের ৩১তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের কাজ শিগগিই শুরু হবে। এরই মধ্যে জমির লিজ নবায়ন, রেজিস্ট্রিকৃত জমির খাজনা এবং নামজারিসহ অন্যান্য কাজ শেষ হয়েছে।
সয়েল টেস্ট এবং নকশা প্রণয়ন সম্পন্ন হয়েছে। এক মাসের মধ্যেই প্ল্যান পাস হওয়ার কথা। বিষয়টি নিয়ে নির্মাণকারী প্রতিষ্ঠান ‘গৃহায়ণবিদ’ কাজ করছে। প্ল্যান পাস হলেই নির্মাণ কাজে হাত দেয়া যাবে।সাইফুল আলম আরও বলেন, সব জায়গায় এখন ‘আমি’ কথাটির প্রচলন বেশি হয়ে গেছে। ব্যক্তিকেন্দ্রিক এ ধারণা থেকে বেরিয়ে না এলে কাঙ্খিত সফলতা আসবে না।
তাই বলতে চাই, ‘আমি’ বা ‘আমার’ নয়। সব ক্ষেত্রেই ‘আমরা’ বা ‘আমাদের’ কথার প্রচলন ঘটাতে হবে।জাতীয় প্রেস ক্লাব হবে সবার। সত্যিকার অর্থেই আমরা এটাকে সেকেন্ড হোম হিসেবে গড়ে তুলতে চাই। ইজিএমে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এক বছরের বিভিন্ন সভার কার্যবিবরণী তুলে ধরেন যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী।
কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শ্যামল দত্ত। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া এবং যুগ্ম-সম্পাদক মাঈনুল আলমসহ কার্যকরী পরিষদের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে বেলা ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে ইজিএম শুরু হয়। কোরআন তিলাওয়াত করেন জাতীয় প্রেস ক্লাব মসজিদের ইমাম আবুল হোসেন।
গীতা পাঠ করেন প্রেস ক্লাব সদস্য বরুন ভৌমিক নয়ন। ইজিএমে সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শওকত মাহমুদ,সাবেক সাধারণ সম্পদক কামরুল ইসলাম চৌধুরী, প্রেস ক্লাব সদস্য আব্দুর রহমান, আব্দুল জলিল ভূঁইয়া, সৈয়দ ইশতিয়াক রেজা, শেখ মামুনুর রশীদ, আব্দুল মান্নান, লুত্ফুল কবির, সিদ্দিকুর রহমান, খায়রুজ্জামান কামাল, তরুণ চন্দ্র চক্রবর্তী, কায়কোবাদ মিলন প্রমুখ।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৮ ডিসেম্বর ২০১৯ /এমএম