বাংলানিউজসিএ ডেস্ক :: পাঁচ বছর পর ধারাবাহিক নাটক নির্মাণ করছেন তৌকীর আহমেদ। নাম ‘রুপালি জোছনায়’। এটি রচনাও করেছেন তিনি। ১৪ ডিসেম্বর থেকে নাটকের শুটিং শুরু হবে গাজীপুরের রাজাপুরে অবস্থিত তারই মালিকানাধীন নক্ষত্রবাড়ি রিসোর্টে।
এরই মধ্যে এ নাটকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আবুল হায়াত, দিলারা জামান, মৌটুসী বিশ্বাস, রওনক হাসান, তানজিকা আমিন, শ্যামল মওলা ও তাসনুভা তিশা। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে বলে জানা গেছে।
এ নাটক প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘ছবি নির্মাণ, খণ্ড নাটক পরিচালনা এবং অভিনয়ে ব্যস্ততার জন্য অনেকদিন ধরে ধারাবাহিক নির্মাণ করিনি। চলতি বছর থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম। অবশেষে সেটি আলোর মুখ দেখছে। আপাতত কয়েকজনকে নিয়ে নাটকের শুটিং শুরু করছি। পর্যায়ক্রমে আরও কিছু অভিনয়শিল্পী এ নাটকে অভিনয় করবেন। আশা করছি নাটকটি দর্শকের জন্য উপভোগ্য হবে।’
প্রসঙ্গত ২০১৪ সালে ‘জলপ্রপাত’ নামের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেন এ অভিনেতা। বর্তমানে অভিনয়ে নিয়মিত তৌকীর। এক খণ্ডের পাশাপাশি দুটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। এগুলো হল ‘হিট অ্যান্ড হট নিউজ টোয়েন্টিফোর ডটকম’ ও ‘বাবা থাকে বাসায়’।
এছাড়া মানিক মানবিকের পরিচালনায় সরকারি অনুদানের একটি ছবিতে অভিনয় করছেন তিনি। অন্যদিকে সেরা চিত্রনাট্যকার ক্যাটাগরিতে গতকাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন এ অভিনেতা। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তার পরিচালিত ‘হালদা’ ছবির জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৯ ডিসেম্বর ২০১৯ /এমএম





