Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: প্রথম বিবাহবার্ষিকীতে স্বামী নিক জোনাসকে ভালোবাসা জানিয়েছেন প্রিয়াংকা চোপড়া। প্রথম বিবাহবার্ষিকীতে গতকাল সোমবার সকাল থেকেই শুভেচ্ছাবার্তায় ভর্তি এই দম্পতির ইনস্টাগ্রাম।সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সোশ্যালে বিয়ের কিছু ছবি শেয়ার করেছেন তারা।

ক্যাপশনে প্রিয়াংকা লেখেন– আজ থেকে রোজ। আগেও ছিল এখনও তাই… আমার জীবনজুড়ে শুধুই তুমি। তুমি আমার ভালোবাসা, জীবনযাপনের রসদ, প্যাশন, আনন্দ। তুমি আমায় আজ জীবনের পরম লগ্নে পৌঁছে দিয়েছ। তোমার ঋণ কী করে শোধ করব?

এর পরেই ভালোবাসা ফিরিয়ে দেন নিক। সোশ্যালে লেখেন– এক বছর আগে আমরা শপথ নিয়েছিলাম– একসঙ্গে থাকব। এটি খুব সহজ নয়। তবে আমরা একসঙ্গেই থাকব। এবং শুধু তোমাকেই ভালোবাসব।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৩ ডিসেম্বর ২০১৯ /এমএম


Array