Menu

ডাকসু নির্বাচন: ভোটযুদ্ধ শুরু

বাংলানিউজ সিএ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল ছাত্র সংসদ নির্বাচনে লড়তে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষ হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৮টি হলের প্রাধ্যক্ষদের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদ ও ১৮টি হলের ২৩৪টি পদের বিপরীতে নির্বাচনে লড়তে আগ্রহী প্রার্থীর সংখ্যা ৮৩১। গতকাল পর্যন্ত ডাকসু নির্বাচনকে সামনে রেখে ১০টি প্যানেলের আত্ম প্রকাশ হয়েছে। স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশ নিচ্ছেন অনেকে। এর মধ্যে নিজেদের প্যানেল প্রত্যাহার করে নিয়েছে ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপ। গত পরশু রাতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে প্যানেল প্রত্যাহারের ঘোষণা দেন। এদিকে তিন পয়েন্টে ভোটকেন্দ্র, মিডিয়া ও পর্যবেক্ষকদের নজরদারিসহ চার দফা দাবিতে আবারো অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্সের ছাত্র ওয়ালিদ আশরাফ।

যিনি ডাকসুর দাবিতে গত বছর লাগাতার অনশন করেছিলেন। এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেয়ার পর প্রার্থীরা নিজেদের মতো প্রচারণা চালিয়েছেন। পুরো প্যানেল নিয়ে প্রচারণা চালিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

২৫৯টি পদে লড়তে চান ৮৩১ প্রার্থী: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনে ২৫৯টি পদের বিপরীতে লড়তে চান সর্বমোট ৮৩১ প্রার্থী। গতকাল সন্ধ্যায় এমন তথ্যই নিশ্চিত করেছেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মাহফুজুর রহমান। তিনি বলেন, ডাকসুর ২৫টি পদের বিপরীতে ২৩৭টি মনোনয়ন জমা পড়েছে। আর ১৮টি হলে ৫৯৪টি মনোনয়ন জমা পড়েছে। প্রত্যেকটি হলে ১৩টি করে পদ রয়েছে। এদিকে ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরা নিজেদের মতো মনোনয়নপত্র জমা দিয়েছেন। ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, আমাদের প্যানেলে প্রার্থী হিসেবে যাদের মনোনয়ন দেয়া হয়েছে, তারা সবাই যথাসময়ে মনোনয়নপত্র জমা দিয়েছে। ছাত্রলীগের স্বতন্ত্রভাবে যারা মনোনয়নপত্র নিয়েছে তাদের বিষয়ে তিনি বলেন, তারা যথাসময়ের মধ্যেই মনোনয়নপত্র প্রত্যাহার করবে। অন্যদিকে ছাত্রদলের মনোনীতদের সবাই মনোনয়ন জমা দিতে পেরেছে কিনা জানতে সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া বামজোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’সহ যে কয়টি প্যালেন নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিল তারা সবাই মনোনয়নপত্র জমা দিয়েছে বলে জানা গেছে। এছাড়া, বিভিন্ন হল থেকে ডাকসু ও হল সংসদের বিভিন্ন পদে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল তারাও মনোনয়নপত্র জমা দিয়েছে বলে জানা গেছে।

দৃশ্যমান ১০টি প্যানেল: ডাকসু ও হল সংসদ নির্বাচনে এ পর্যন্ত ১০টি প্যানেল অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। এদের মধ্যে- ছাত্রলীগ, ছাত্রদল, বামজোট, জাসদ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রমৈত্রী, ছাত্রমৈত্রী জোট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছাড়াও স্বতন্ত্র প্যানেলের মধ্যে রয়েছে কোটা সংস্কার আন্দোলন, স্বতন্ত্র জোট, স্বাধিকার আন্দোলন।

ছাত্রলীগের বিদ্রোহীদের প্যানেল প্রত্যাহার: ডাকসু নির্বাচনে ছাত্রলীগ প্যানেলে যোগ্যদের মূল্যায়ন করা হয়নি দাবি করে পৃথক প্যানেল দেয়া সংগঠনটির একটি অংশ তাদের প্যানেল প্রত্যাহার করে নিয়েছেন। গত পরশু রাতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা প্যানেল প্রত্যাহারের ঘোষণা দেন। গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করেও আনুষ্ঠানিকভাবে তারা প্যানেল প্রত্যাহারের ঘোষণা দেন। জানতে চাইলে বিদ্রোহী প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল বলেন, প্যানেলে বিষয়ে আমাদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মিটিং হয়। সেখানে আমরা যে কারণে প্যানেল দিলাম সে বিষয় নিয়ে কথা হয়। তারা আমাদের বুঝিয়েছেন। এজন্য আমরা প্যানেল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।


Array

এই বিভাগের আরও সংবাদ