বাংলানিউজসিএ ডেস্ক :: বলিউডের জনপ্রিয় তারকা কারিনা কাপুরের প্রশংসায় পঞ্চমুখ অক্ষয় কুমার।মুক্তি পেয়েছে গুড নিউজের ট্রেলার। অ্য়াতরাজ, কমবখত ইসকের পর গুড নিউজে ফের কারিনা কাপুর খানের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অক্ষয় কুমার। গুড নিউজের ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কারিনাকে নিয়ে মুখ খোলেন অক্ষয়।
তিনি বলেন, কারিনার সঙ্গে কাজ করা মানে শুটিং ফ্লোরে পিকনিক করা। তিনি দক্ষ একজন অভিনেত্রী ও সব কাজে পারদর্শী। এ ছাড়া বিয়ের পরেও যেভাবে তিনি বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন, তাকে দেখে মুগ্ধ হই।
মা হওয়ার পরও স্ক্রিনে জাদু ছড়াচ্ছেন কারিনা উল্লেখ করে তিনি বলেন, মা হওয়ার পরও স্ক্রিনে হাজির হয়ে জাদু ছড়াচ্ছেন কারিনা। তার হাজিরায় স্ক্রিন যেন উজ্জ্বল হয়ে ওঠে।
তিনি আরও বলেন, কারিনা বলিউডের এমন একজন অভিনেত্রী, যিনি স্ক্রিনে হাজির হলে যেন মোহময় পরিবেশ তৈরি হয় দর্শকদের চোখের সামনে। তাই কারিনা কাপুর খানের সঙ্গে কাজ করা তার কাছে এক অনন্য উদাহরণ।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৬ নভেম্বর ২০১৯ /এমএম





