Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-আইইউবির তিন দিনব্যাপী ক্লাব কার্নিভাল শেষ হয়েছে। বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে শেষদিনে শুক্রবার কনসার্টে অংশ নেন দেশের কিংবদন্তি ব্যান্ড শিল্পী জেমস।একে একে গেয়ে শোনান ‘বিজলী’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘পাগলা হাওয়া’র মতো সব জনপ্রিয় গান।

এ সময় তার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মেলান কনসার্ট উপভোগ করতে আসা হাজারও শিক্ষার্থী। এর আগে আইইউবির বিভিন্ন ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করে।২৩ অক্টোবর তিন দিনব্যাপী এ কার্নিভাল উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক মিলান পাগন। ডিভিশন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ডোসা) আয়োজনে আইইউবির ৩৬টি ক্লাব এই উৎসবে অংশ নেয়।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৯ অক্টোবর ২০১৯/এমএম


Array