বাংলানিউজসিএ ডেস্ক :: বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি শক্তি চট্টোপাধ্যায়ের নামে প্রবর্তিত ‘কবি শক্তি চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার’ এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের কবি শাহীন রেজা। ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান কবিতা আয়োজন ‘বকখালি কবিতা উৎসব কমিটি’ এক পত্রে তাকে এই মনোনয়নের কথা জানিয়েছেন। ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত উৎসবে তার হাতে এই পদক তুলে দেয়া হবে।
কবিতার কাগজ ‘কবি এবং কবিতা’র সম্পাদক শাহীন রেজা আশির দশকের একজন গুরুত্বপূর্ণ কবি হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। এ যাবৎ তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৬, যার মধ্যে ২১টিই কবিতার।পিরোজপুরের কাউখালী উপজেলার শির্ষা গ্রামের সন্তান শাহীন রেজা কবিতায় অবদানের জন্য লাভ করেছেন বেশকিছু পদক ও সন্মাননা।
কবি শক্তি চট্টোপাধ্যায়ের স্মৃতি পদকের জন্য মনোনীত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটি নিঃসন্দেহে একটি গৌরবের বিষয়। আমি আনন্দিত এবং কৃতজ্ঞ। শক্তি চট্টোপাধ্যায় আমার প্রিয় কবিদের অন্যতম। তার নামে প্রবর্তিত পুরস্কার লাভ কবি হিসেবে আমার জন্য এক বিশাল প্রাপ্তি।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৭ অক্টোবর ২০১৯/এমএম