বাংলানিউজ সিএ ডেস্ক :: সজল ও রুহীরাহা ‘বাংলিশ’ ভাষায় কথা বলতেই বেশি ভালোবাসে। অর্থাৎ তার বাংলা শব্দগুলোর মধ্যে থাকে ইংলিশ টান। এমন ভাষায় অভ্যস্ত ছেলেমেয়েদের নিয়ে একটা সার্কেলও আছে তার।
রাহার দুঃসম্পর্কের আত্মীয়র ছেলে আবির আসে আমেরিকা থেকে। থাকে তাদেরই বাসায়। যে ছেলে আমেরিকার মতো দেশে থেকেও নিজের দেশ, ভাষা ও সংস্কৃতিকে এতো ভালোবাসে, অথচ দেশে থেকেও এখনকার ছেলেমেয়েরা যেন ‘আল্ট্রমডার্ন’ হওয়ার প্রতিযোগিতায় ব্যতিব্যস্ত। তাই তো আবিরের সাথে রাহা ও তার বন্ধুবান্ধবের একটা দ্বন্দ্ব লেগে যায়।
এই প্রবাসী ছেলেটাকে শিক্ষা দেওয়ার জন্য একটা পর্যায়ে রাহা বন্ধুদের সহায়তা চায়। তা দেখে আবির দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে যায় সে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। একটা চিঠি রাহাদের বাসায় রেখে যায়। ঘটনার মোড় ঘুরে যায় এখানেই। ‘বাংলিশ’ রাহার শুরু হয় অন্যরকম মিশন।
এটি মূলত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে নির্মিত নাটক ‘ভাষার আর্তনাদ’-এর গল্প। সৈয়দ ইকবালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন স্বাধীন ফুয়াদ।
জাতীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফুলার রোডসহ উত্তরার বিভিন্ন স্থানে নাটকটির চিত্রায়ণ হয়েছে। এতে আবির চরিত্রে সজল ও রাহা চরিত্রে নুসরাত জান্নাত রুহী অভিনয় করেছেন।
নাটক প্রসঙ্গে সজল বলেন, ‘এই সময়ের প্রেমের গল্পের বাইরে গিয়ে একেবারেই ভিন্নধরনের নাটক এটি। আমার চরিত্রটির মধ্যে একটা শিক্ষামূলক বিষয় আছে। নাটকটি দেখলে দর্শক আমাদের বাংলা ভাষার প্রতি অন্যরকম ভালোবাসা অনুভব করবেন।’
এতে আরও অভিনয় করেছেন- নিশাত খুশবু, শিরিন আলম, পীরজাদা শহিদুল হারুন, আশরাফুল আলম সোহাগ, অনিক, তুরিন, সুমন, তুষার প্রমুখ। নাটকটি ২১ ফেব্রুয়ারি রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচার হবে।
বাংলানিউজসিএ/ইএন/২১ ফেব্রুয়ারি ২০১৯ইং