অমিত কুমার উকিল, সাস্কাটুন প্রতিনিধি, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার সাস্কাটুনে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা, কলা ও সংগীতের দেবী সরস্বতীপূজা।
কানাডার স্থানীয় সময় ২৪ জানুয়ারী শনিবার স্থানীয় লক্ষিনারায়ন মন্দিরে সাস্কাটুন সর্বজনীন পূজা পরিষদ ( এসএসপিপি) এর উদ্যোগে সকাল ৯টায় দেবী বন্দনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পুষ্পাঞ্জলি ও হাতেখড়ি হয়।
প্রচুরসংখ্যক প্রবাসী বাঙ্গালীদের দপদচারণায় দুপুরে প্রসাদ গ্রহণের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান আর নাচের পাশাপাশি কাবুলিওয়ালা নাটকটি মঞ্চস্থ হয়।
সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল সনাতন ধর্মাবলম্বীরা মাইনাস ৪৫ ডিগ্রীতেও হাজির হয়েছিলেন প্রবাসে পূজার উষ্ণতা নিতে। সাস্কাটুন সর্বজনীন পূজা পরিষদ (এসএসপিপি) এর সভাপতি বাবু দেবল চৌধুরী প্রবাসের বৈরী পরিস্থিতিতে পূজা উদযাপনের জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান।
বাবু দেবল চৌধুরী বলেন প্রবাসে বেড়ে উঠা আমাদের কোমলমতি শিশুদের মাঝে আমাদের ইতিহাস ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতিকে তুলে ধরতেই আমাদের এই আয়োজন।
নারী পুরুষ আর শিশু কিশোরদের পদচারণায় মুখরিত ছিল পুরো মন্দির।
প্রবাস বাংলা ভয়েস /কানাডা/২৬ জানুয়ারি ২০২৬ /এমএম







