Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::

জীবিত হাদির চেয়েও শহিদ হাদির শক্তি ঢের

কোটি প্রাণের কলিজা জুড়েই হাদির জায়গা ফের

হাদি বুকে নিলো সাতচল্লিশ হাজার বর্গকেই

মহা বিপ্লবি হাদিরা শহিদ, ঠিকানা জান্নাতেই।

হাদিই আঁধার-পর্দা সরায়ে নতুন ভোরের রবি

হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী

নতুন সময়ে নতুন সফরে নতুন সিন্দাবাদ

সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ।

হাদি সাহারার ঊষর বালুতে আবে জমজম পানি

হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি

হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতের লাঠি

হাদি ওমরের অর্ধজাহান মোড়ানো শীতলপাটি।

হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফায়ে রাশেদার

হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার

আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্না এনে—

হাদি জেগেছিল তরুণ আলির সাহসের সুধা টেনে।

হাদি এই দেশ মাটি ভালোবেসে শহিদি দরজা নিলো

বন্ধু নামের চিরশত্রুর দরজায় খিল দিলো

শেয়াল কুকুর ডাইনোসরকে চেনালোই বীর হাদি

শত্রু কখনো বন্ধু হয় না, বন্ধু না অপরাধি।

জাহান্নামের পোকা-মাকড়ের উল্লাস ক্ষণকাল

যুগে যুগে ছিল ফেরাউন তবু মুসারা ছাড়েনি হাল

কিয়ামত তক্ থাকবে সত্য-মিথ্যার তোপ ঝড়

হাদিরা সেখানে সিপাহসালার— বলেন পয়গম্বর।

সোনার জীবন তুচ্ছে বিলালো শহিদি তামান্নায়

ওসমান হাদি বীরদের বীর রাসুলের খানকায়

বাংলার এই সবুজ জমিন শহিদি রক্তে লাল

রক্ত-আগুনে তামাম বিশ্ব জয়ে হবে উত্তাল।

ওমরের সেই তর্জনি ফের বিশ্ব দখল করে—

মুসলিম বীর ফুলের সুবাস চষে যাবে অন্তরে

ইনকিলাবের হাদিরা কখনো মরে না, জেগেই রয়

বুকের রক্তে ইতিহাস লেখে তামাম বিশ্বময়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৮ ডিসেম্বর ২০২৫ /এমএম


Array