প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কমলা শুধু শরীরের জন্যই নয়, ত্বকের যত্নেও অত্যন্ত উপকারী। অনেকেই জানেন না, কমলার শাঁসের পাশাপাশি এর খোসাও ত্বকের জন্য সমান কার্যকর। কমলার খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে শুধু কমলার খোসার মাধ্যমেই ত্বকের নানা সমস্যা প্রতিরোধ করা সম্ভব।
কমলার খোসা ব্যবহারের উপায়
খোসার স্ক্রাব
প্রথমে কমলালেবুর খোসা ছাড়িয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নিন। এরপর ব্লেন্ডারে গুঁড়ো করে কমলার খোসার পাউডার তৈরি করুন এবং এয়ারটাইট কৌটায় সংরক্ষণ করুন। এই পাউডার টকদই বা মধুর সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানাতে পারেন। প্যাকটি মুখে লাগিয়ে ১৫–২০ মিনিট রেখে দিন। এরপর হালকা হাতে স্ক্রাব করে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে চিনি ও নারকেল তেল মিশিয়ে হাত এবং পায়েও ব্যবহার করা যায়। এই স্ক্রাব ত্বকের মৃত কোষ দূর করে, ফলে ত্বক হয়ে ওঠে সতেজ ও উজ্জ্বল। পাশাপাশি ত্বকের ট্যানও ধীরে ধীরে কমে যায়।
কমলালেবুর খোসার টোনার
ভিটামিন সি সমৃদ্ধ প্রাকৃতিক টোনার হিসেবে কমলালেবুর খোসা ব্যবহার করা যায়। ২–৩ কাপ পানিতে তাজা কমলালেবুর খোসা ভালোভাবে ফুটিয়ে নিন। পানি ঠান্ডা হলে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে কমলালেবুর খোসার টোনার। মুখ পরিষ্কারের পর এই টোনার স্প্রে করলে ত্বক পরিষ্কার ও সতেজ থাকে।
কমলালেবুর খোসার তেল
ত্বক ও চুলের যত্নে কমলালেবুর খোসার তেলও ব্যবহার করা যেতে পারে। খোসাগুলো ছাড়িয়ে রোদে শুকিয়ে নিন। এরপর শুকনো খোসা আমন্ড অয়েল বা জোজোবা অয়েলের সঙ্গে একটি কাচের বোতলে ভরে রাখুন। বোতলটি ঠান্ডা ও অন্ধকার স্থানে সংরক্ষণ করুন। প্রায় এক সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে যাবে কমলালেবুর খোসার তেল। এই তেল শ্যাম্পু, হেয়ার অয়েল বা ফেসিয়াল অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৬ ডিসেম্বর ২০২৫ /এমএম





