আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার টরন্টোর ড্যানফোথ এভিনিউ এ টরোন্টো ফিল্ম ফোরাম এর নিজস্ব মিলনায়তনে কানাডার স্থানীয় সময় ২১ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় গণ মাধ্যমের উপর আক্রমণ, ছায়ানট ও উদীচী ভবন ও আয়েশা এবং দিপু চন্দ্র দাসকে পুড়িয়ে মারার বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করে টরন্টো ফিল্ম ফোরাম।মিলনায়তনে এ সময়ে উপস্থিত ছিলেন সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, রাজনীতিবীদ ও কমিউনিটির বিশিষ্টজনরা। এই সময়ে ড: মমতাজ মমতা ,সঙ্গীত শিল্পী শিখা রৌফ এবং নাহিদ কবির, বরেন্য শিল্পী চিত্রা সরকার ভারাক্রান্ত মনে স্মৃতি চারণ করেন।
কবি দেলওয়ার এলাহীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম। পরপর বক্তব্য রাখেন ইকবাল হাসনু,মৈত্রেয়ী দেবী, কবি তুষার গায়েন,আবৃত্তিকার হিমাদ্রী রায় , ড: রাখাল চন্দ্র সরকার, মাহবুব কামাল, মানবী মৃধা গৌতম সরকার এবং সমাপনী বক্তব্য রাখেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনীষ রফিক।বক্তারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন অনভিপ্রেত ঘটনার তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়ে বলেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা আর দেখতে চাই না।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৩ ডিসেম্বর ২০২৫ /এমএম





