Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  :: কানাডার ক্যালগেরি শহরে আহমদিয়া মুসলিম জামাতের উদ্যোগে একটি খতমে নবুওয়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ধর্মীয় আলোচক, কমিউনিটি প্রতিনিধি ও জামাতের সদস্যরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে ইসলাম ধর্মে খতমে নবুওয়াতের ধারণা, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা ও ইসলামের মৌলিক বিশ্বাস নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাদের বক্তব্যে শান্তি, সহনশীলতা ও আন্তঃধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।আহমদিয়া মুসলিম জামাতের সদস্য ক্যালগেরি প্রবাসী ড.মো: বাতেন জানান, এই সম্মেলনের উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের শিক্ষাকে তুলে ধরা এবং বিভিন্ন বিশ্বাসের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য বৃদ্ধি করা।

অনুষ্ঠান চলাকালে প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় বিষয়ে মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন।স্থানীয় মুসলিম কমিউনিটির পাশাপাশি অন্যান্য ধর্ম ও সংস্কৃতির মানুষও সম্মেলনটি পর্যবেক্ষণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলন ক্যালগেরির বহুসাংস্কৃতিক সমাজে ধর্মীয় আলোচনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৫ ডিসেম্বর ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ