আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: বাংলাদেশের মহান ৫৪তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টো ২০২৫ সালের বিজয় উৎসব আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল শোষণ-বঞ্চনার বিরুদ্ধে একটি ঐতিহাসিক গণসংগ্রামের চূড়ান্ত বিজয়। বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীনতা বাঙালি জাতির গৌরব, মর্যাদা এবং অস্তিত্বের প্রতীক। বিজয় দিবস আমাদের সেই গৌরবময় ইতিহাস, স্বাধীনতার মূল্যবোধ ও দেশপ্রেমকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।বিজয় উৎসব ২০২৫–এ মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হবে এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে। সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ ও কানাডার শিল্পীদের পরিবেশনা থাকবে, যার মধ্যে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেব এবং সামিনা চৌধুরী।বিজয় উৎসবের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে গত ৩০ নভেম্বর টরোন্টোর স্পাইসি গ্রিল রেস্টুরেন্ট–২–এ একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টোর প্রেসিডেন্ট মাহবুব চৌধুরী রনি, এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মেহেদি শরীফ মারুফ।
বিজয় উৎসবের কনভেনর এজাজ চৌধুরী এবং মেম্বার সেক্রেটারি রিফ্ফাত নূয়েরিন উপস্থিত সবার সামনে অনুষ্ঠান পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় উপস্থিত ছিলেন ইভেন্টের টাইটেল স্পনসর মুর্শেদ নিজাম সিপিএ, মাননীয় স্পনসর সরোয়ার আহমেদ ও এবাদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সাদ চৌধুরী, মিজান চৌধুরী, সম্মানিত উপদেষ্টা লায়েক চৌধুরী, আসাদ আহাদ নিশু, জালালাবাদ এসোসিয়েশনের নির্বাহী সহ-সভাপতি মাকবুল হোসেন মনজু, সহ-সভাপতি হোসেন আহমেদ লনি ও আশজাদ বখত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহির শাকিব, অর্থ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, ক্রীড়া সম্পাদক জুয়েল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান তারেক ইমাম, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সহ-ধর্ম সম্পাদক আলি হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জীব রায়, সহ-সাংস্কৃতিক সম্পাদক নাঈম চৌধুরী, এবং গণমাধ্যম ব্যক্তিত্ব দিন ইসলাম, আরিফ আহমেদ, ফয়সাল আহমেদ, আবু বক্কর, মুনিরা সুলতানা মিলি, তাসনিম রহমান চৌধুরী, আল আমিন ও শিপন।
সভায় উপস্থিত সবাই বিজয় উৎসবের সার্বিক সফলতা কামনা করেন এবং অনুষ্ঠানকে আরও সুন্দর ও আকর্ষণীয় করার লক্ষ্যে গঠনমূলক মতামত প্রদান করেন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর মুর্শেদ নিজাম সিপিএ, এবং সম্মানিত স্পন্সর সারওয়ার আহমেদ ও এবাদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে বিজয় উৎসব-২০২৫ এর টিকেট উন্মোচন করেন। সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয়।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৫ ডিসেম্বর ২০২৫ /এমএম







