Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রণদীপ হুডা ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ে করেন মণিপুরের মডেল ও অভিনেত্রী লিন লৈশরামকে। হরিয়ানার জাঠ পরিবারের ছেলে হয়ে মণিপুরি মেয়েকে বিয়ে করা নাকি খুব একটা সহজ ছিল না। পরিবারের মত ছিল না প্রথমে। মণিপুরের লিনকে মানতেই পারছিল না রণদীপের পরিবার। মণিপুরি মেয়ে লিনকে হরিয়ানায় নিজের বাড়িতে ঢোকানোর আগে নাকি জিনস-টপের বদলে চুড়িদার পরান, ঘোমটা দিয়ে মাথা ঢেকে নিতে বলেন অভিনেতা! খবর আনন্দবাজার অনলাইনের।প্রতিবেদনে বলা হয়েছে, দুই থেকে তিন হতে চলেছেন লিন ও রণদীপ। খুব শিগগিরই নতুন অতিথি আসছে তাদের সংসারে। যদিও লিনের সঙ্গে রণদীপের বিয়েটা সহজ ছিল না।

রণদীপ নিজেই জানান, একই সম্প্রদায়ের মেয়ে না-হওয়ায় লিনকে নিয়ে আপত্তি তুলেছিল অভিনেতার পরিবার। তিনি আরও বলেন, আর পাঁচজন অভিভাবকের মতো আমার মা-বাবাও চেয়েছিলেন জাঠ সম্প্রদায়ের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে। আমাদের পরিবারে এটাই প্রথা। আমি পরিবারে প্রথম, যে জাঠ সম্প্রদায়ের বাইরে বিয়ে করেছে। ফলে সকলেরই আপত্তি ছিল। পরে অবশ্য মেনে নেন।সেই কারণে প্রথম বার লিনকে নিজের হরিয়ানার বাড়িতে নিয়ে যাওয়ার সময় বাড়তি সচেতন ছিলেন অভিনেতা। লিন বলেন, আমাকে চুড়িদার পরতে হয় জিনস ছেড়ে। রণদীপ বার বার ওড়না দিয়ে ঘোমটার মতো করে দেওয়ার কথা বলে।এ ক্ষেত্রে রণদীপের যুক্তি, আমার মতে যে জায়গার যে নিয়ম, সেটাকে মেনে চলা উচিত।লিন অবশ্য জানান, অভিনেতার বাড়িতে প্রবেশ করতেই তার ঘোমটা টেনে খুলে দেন বাড়ির বর্ষীয়ান নারীই। রণদীপ কোনো ফাঁক রাখতে না চাইলেও তার বাড়ির নারীরা জানান, ঘোমটার আড়ালে তারা কাউকে থাকতে দিতে চান না।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০২ ডিসেম্বর ২০২৫ /এমএম

 


Array