প্রেসিডেন্ট: আরিফুর রহমান
জেনারেল সেক্রেটারি: মোঃ মাহমুদুল হাসান চৌধুরী
অমিত কুমার উকিল, সাস্কাটুন প্রতিনিধি, কানাডা :: কানাডার সাস্কাটুনের সাস্কাটুন ইন হোটেলে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হলো বার্ষিক সাধারণ সভা বা এজিএম এবং নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ। হলভর্তি প্রবাসী বাংলাদেশিদের উপস্তিতিতে বাংলাদেশী অ্যাসোসিয়েশন অফ সাস্কাচুয়ান (বিকাশ) এর বিদায়ী সভাপতি অধ্যাপক খান আরিফ ওয়াহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
খান আরিফ আর্থিক প্রতিবেদন সহ সকল কার্যক্রম তুলে ধরার পাশাপাশি উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তারপর নবনির্বাচিত কমিটির সদস্যদের কাছে আগামীর পথচলার তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বিদায়ী সভাপতি দায়িত্ব হস্তান্তর করেন।
নবনির্বাচিত ২০২৫-২০২৭ এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ হচ্ছেন –
প্রেসিডেন্ট -আরিফুর রহমান
ভাইস প্রেসিডেন্ট – ফাইন্যান্স অ্যান্ড বাজেট: অপুর্ব দাস,
ভাইস প্রেসিডেন্ট – কালচারাল অ্যাফেয়ার্স: সাহরিমা জান্নাত ঐশী,
জেনারেল সেক্রেটারি: মোঃ মাহমুদুল হাসান চৌধুরী,
সেক্রেটারি – ফাইন্যান্স অ্যান্ড বাজেট: মোঃ আশরাফুল ইসলাম কাউসার,
সেক্রেটারি – ফান্ডরেইজিং: এ জেড এম সাইফুল আলম,
সেক্রেটারি – কালচারাল অ্যাফেয়ার্স: অঙ্কন দাস,
সেক্রেটারি – স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট : স্নেহময় দাস,
সেক্রেটারি – ইয়ুথ অ্যান্ড চিলড্রেন অ্যাক্টিভিটিজ: ফইজুর রাজ্জাক,
সেক্রেটারি – উইমেন অ্যাফেয়ার্স: রেজওয়ানা পারভিন,
সেক্রেটারি – মেম্বার অ্যান্ড কমিউনিকেশন: রাকিবুল ইসলাম চৌধুরী। নবনির্বাচিত সভাপতি আরিফুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান চৌধুরী কমিউনিটির সকল সদস্যকে মতবিরোধ ভুলে সামনে এগিয়ে যাওয়ার জন্য আহবান জানান। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০২ ডিসেম্বর ২০২৫ /এমএম








