আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: আগামী ১২ ডিসেম্বর টরোন্টোর ব্রাইটন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি রিয়েলিটরস ইন কানাডা (বিআরসি) নাইট ২০২৫ । এ উপলক্ষ্যে কানাডার স্থানীয় সময় আজ ২৮শে নভেম্বর সন্ধ্যায় টরোন্টোর ৩০০৩ ড্যানফোর্থ অ্যাভিনিউ স্বাদ রেস্টুরেন্টে বাংলাদেশি রিয়েলিটরস ইন কানাডা (বিআরসি) এক সংবাদ সম্মেলন আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন বিআরসি এর নেতৃবৃন্দ ও অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে বিইআরসি নাইট ২০২৫–এর প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে অনুষ্ঠানের স্পনসর ল’ইয়ার সুর্য চক্রবর্তী–এর আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতার বিষয়টি সবার বক্তব্যে প্রশংসার সাথে তুলে ধরা হয়।অনুষ্ঠানে শিল্পী হিসেবে থাকবেন বাংলাদেশের প্রতিক হাসান, ভারতের সা-রে-গা-মা শিল্পী সুমনা গাঙ্গুলি, বাদ্যযন্ত্রে রূপতনু শর্মা, সাউন্ডে ডিজে ইমন, নিত্য শিল্পী তাপস দেব, নয়ন এবং বিন্দি । এছাড়াও থাকবে তরুণ প্রজন্মের শিল্পী ফাবিয়ান। অনুষ্ঠান উপস্থাপনা করবেন অজন্তা চৌধুরী।
এছাড়াও, কনভেনর মনির ইসলাম এর নেতৃত্বে ১৫ সদস্যের মূল কমিটির পাশাপাশি বিভিন্ন সাব-কমিটির অক্লান্ত পরিশ্রম, পরিকল্পনা ও অগ্রগতির কথা সংবাদ সম্মেলনে বিশেষভাবে উল্লেখ করা হয়। অন্যদিকে প্রত্যেক সাব-কমিটির দায়িত্বশীল কাজ বিআরসি নাইট ২০২৫–কে সফল করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তা নিয়েও আলোচনা হয়।
এ সময় টরন্টোর প্রধান প্রধান মিডিয়া গ্রুপের উপস্থিতি কে স্বাগত জানিয়ে বলা হয় সাংবাদিকদের এই অনুষ্ঠানের প্রতি কমিউনিটির গভীর আগ্রহ ও সমর্থনকে আরও উজ্জ্বল করে তুলবে।সংবাদ সম্মেলনে গুরুত্ব সহকারে বলা হয়,যারা এখনো বিআরসি নাইট ২০২৫–এর জন্য রেজিস্ট্রেশন করেনি, তাদেরকে যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়।রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৩০ নভেম্বর, ২০২৫।সংবাদ সম্মেলনে বিআরসি নাইট কে সফল ও স্মরণীয় করে তুলতে যারা পরিশ্রম করছেন—তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান হয়।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৯ নভেম্বর ২০২৫ /এমএম








